shono
Advertisement

নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর

সাধারণ মানুষের সাহায্যে এই সিদ্ধান্ত কেন্দ্রর৷ The post নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Nov 15, 2016Updated: 01:20 PM Nov 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলে দুর্নীতি রুখতে আরও কড়া হল কেন্দ্র৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানালেন, এবার থেকে নোট বদল করলে আঙুলে দেওয়া হবে কালো কালির দাগ৷ একই ব্যক্তি যাতে এক দিনেই বার বার নোট বদল করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি৷

Advertisement

বৈঠকে তিনি জানিয়েছেন, রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তার উপর একই ব্যক্তি যদি বারংবার ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে নোট বদল করেন তাতে সমস্যা আরও বাড়ছে৷ কিছু ব্যক্তি টাকা পেলেও বাকি মানুষ টাকা বদল করতে পারছেন না৷ আর এই সমস্যার সমাধান হিসাবেই আঙুলে কালো কালির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ কেন্দ্রের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে গোটা বিষয়টি সম্পকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

এর পাশাপাশি, অর্থসচিব আরও বলেন, নোট বাতিল সংক্রান্ত বহু খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে৷ সেই তথ্যগুলি আদৌ সত্যি নয়৷ আর এই ভাবেই নোট সংক্রান্ত ভুল খবর চারদিকে রটছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রটে যাওয়া এই গুজবে কান না দেওয়ার আর্জি জানান তিনি৷

অর্থসচিব এদিন সাফ জানিয়ে দেন, টাকা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই৷ প্রয়োজন মত টাকার জোগান মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র যথাযথ উদ্যোগ নিচ্ছে৷

The post নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement