shono
Advertisement

Breaking News

নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের

কী বললেন মন্ত্রী? The post নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Oct 02, 2018Updated: 04:38 PM Oct 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন  খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ মঙ্গলবার দুপুরে আর এক মন্ত্রী পূর্ণেন্দু বসুকে সঙ্গে নিয়ে নাগেরবাজারের কাজীপাড়ায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন তিনি৷ খাদ্যমন্ত্রীর অভিযোগ, নাগেরবাজারে বিস্ফোরণ ঘটিয়েছে বিজেপি ও আরএসএস৷  এলাকায় আইন-শৃঙ্খলা অবনতি হলে তৃণমূল কর্মীদের চোখ থেকে আগুন ঝরবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শাসকদলের  উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক৷ অন্যদিকে,  এদিনের এই বিস্ফোরণ কাণ্ডে দায় এড়িয়ে এনআইএ তদন্তে দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কীভাবে জনবহুল এলাকায় বিস্ফোরক এল তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি৷

Advertisement

[নাগেরবাজারে বিস্ফোরণের বলি শিশু, সিআইডির কাছে তথ্য চাইল এনআইএ]

মঙ্গলবার সকালে নাগেরবাজারের কাজীপাড়ায় যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনেই বসেন দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,,  ‘‘দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচ রায় ভালো কাজ করছেন৷ তিনি অত্যন্ত জনপ্রিয়৷ এলাকায় খুব ভালো কাজ হচ্ছে৷ পুরসভা আমাদের৷ বিধায়ক আমাদের৷ সাংসদ আমাদের৷ দমদমে এখন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে৷ উন্নয়নের কর্মযজ্ঞ থামাতে পাঁচু রায়কে টার্গেট করা হয়েছিল৷ আমি এখানকার সমস্ত কাউন্সিলদের বলব, তাঁরা যান তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করে রাখেন৷ কারণ, বিজেপি এখানে বড়সড় ষড়যন্ত্র শুরু করেছে৷ এটা আমাদের রুখতে হবে৷’’ তাঁর আরও অভিযোগ, ‘‘ বিস্ফোরণে একজন শিশু মারা গিয়েছে৷  দমদম মতো জনবহুল এলাকা সকেট বোমা রেখে গিয়েছে৷ এমন ঘটনা কোনওদিন আমি দেখেনি৷ বিজেপি মানুষ মারা পরিকল্পনা করছে৷’  মন্ত্রীর হুঁশিয়ারি , ‘‘বিজেপি এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে৷  আমাদের ছেলেরা প্রতিরোধ করবে৷ এখন চোখ দিয়ে জল পড়ছে৷ এবার আগুন বেরোবে৷’’

[প্রয়াত আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু]

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যাই বলুন না কেন, নাগেরবাজারকাণ্ডে সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা৷  বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য জতুগৃহে পরিণত হয়েছে৷ এই ঘটনা খুবই উদ্বেগজনক৷  পুরপ্রধান নিজেই যদি টার্গেট হন, তাহলে পুলিশ কী করছিল ? এলাকায় বিস্ফোরক ঢুকল, পুরপ্রধানকে খুনের চক্রান্ত করা হল,  অথচ পুলিশ কিছুই জানতে পারল না! ’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘পশ্চিমবঙ্গ আজ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। এ রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা বিরোধী রাজনৈতিক দলগুলির উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়েছেন৷ শাসকদলের নেতা- নেত্রীদের কথা অনুযায়ী, তাঁদের দলের নেতা কর্মীদের লক্ষ্য করেই নাকি এ বিস্ফোরণ। তাই যদি হয়, তবে যে সরকার তাঁদের নিজেদের নেতা- কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপারগ, তাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কীভাবে?’’ এদিন সরকারকে আক্রমণ করেছেন মানবাধিকার কর্মী রঞ্জিত শূর৷ তিনি বলেন, ‘‘শাসকদলের মদতেই রাজ্যে বোমা মজুত হচ্ছে৷ তাঁদের বিভিন্ন পার্টি অফিসে বোমা মজুত হচ্ছে৷’’

[সাতসকালে নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পুরপ্রধানের]

শাসকদলের চাপানো সমস্ত অভিযোগ উড়িয়ে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে৷ তৃণমূলের পার্টি অফিসগুলি দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়ে৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিল৷ রাজ্যে কিছু হলেই বিজেপির উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে৷ এখনতো শহরের সুরক্ষা নিয়েই ভয় হচ্ছে৷’’  দমদমে আরএসএসের কর্মসূচি বানচাল করতেই তৃণণমূল এই বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ তোলেন দিলীপ ঘোষ৷ মন্তব্য করেন, ‘‘গোটা রাজ্যজুড়ে তৃণমূল, তৃণমূলকে মারছে৷ এই ঘটনার পেছনে এমন কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে দাবি জানাচ্ছি৷ এনআইএ তদন্তের দাবি করছি৷’’

The post নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement