shono
Advertisement

ফের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ২৫

ফের রক্তাক্ত কাবুলিওয়ালার দেশ৷ The post ফের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ২৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:57 AM Apr 30, 2018Updated: 05:25 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত অফগানিস্তান৷ অব্যাহত সন্ত্রাসবাদী হামলা৷ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ এদিনের হামলায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনায় গুরুতর জখম অন্তত ৪৫৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় সংবাদ সংস্থা ‘এএফপি’র এক চিত্র-সাংবাদিকের মৃত্যু হয়েছে৷ প্রথম বিস্ফোরণের ছবি তুলতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় ওই সংবাদিকের দেহ৷

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রথম বিস্ফোরণের খবর পাওয়া যায় কাবুলের একটি বাজার সংলগ্ন এলাকায়৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা৷ পৌঁছায় উদ্ধারকারী দল৷ উদ্ধারকাজ শুরু হতে না হতেই ওই একই এলাকায় দ্বিতীয় হামলা হয়৷ দ্বিতীয় হামলায় উদ্ধারকারী দলের সদস্যরা গুরুতর জখম হন৷ আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও৷ বিস্ফোরণে উড়ে যায় বিশ্বের অন্যতম সংবাদ সংস্থা এএফপির চিত্র সাংবাদিক শাহ মারাইয়ের দেহ৷ বিস্ফোরণ স্থলের অদূরে থাকা ন্যাটো, সিআইএ ও আফগান প্রতিরক্ষামন্ত্রকের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷

[জানেন, বিশ্বের এই পাঁচটি নৈসর্গিক দ্বীপ এখনই কিনে ফেলতে পারেন আপনিও?]

উল্লেখ্য হামলার নেপথ্যে তালিবান জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে৷ রবিবার, আমেরিকার বিমান হামলায় ৩৫ তালিবান জঙ্গির মৃত্যু হয় বলে খবর মেলে৷বালথা প্রদেশের ছাহার বোলাক জেলায় ঘটনাটি ঘটে বলে আফগানিস্তান সেনা সূত্রে খবর৷ রবিবার আফগান কমান্ডো ও মার্কিন বাহিনী যৌথভাবে এই অপারেশন চালায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ বিশ্ব থেকে তালিবান জঙ্গিদের নিকেশে করার জন্য আফগানিস্তানে লাগাতার মার্কিন প্রশাসন হামলা চালিয়ে যাচ্ছে৷ তবে জঙ্গি মোকাবিলার নামে রক্তে ভিজছে কাবুলিওয়ালার দেশ৷

The post ফের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ২৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement