সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার নৃশংস জঙ্গিহানা আসলে ভারতের গোয়েন্দাদের ‘নির্লজ্জ’ ব্যর্থতা। হামলার চার বছর বাদে ফের বিস্ফোরক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বিরোধীরা বরাবর বলে আসছে, পুলওয়ামা হামলার সঠিক তদন্ত হওয়ার দরকার। অন্তর্ঘাতের তত্ত্বও বারবার উঠে এসেছে বিরোধীদের মুখে। চার বছর বাদেও সেই একই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিস জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। ভারতের ইতিহাসের অন্যতম নৃশংস এই জঙ্গি হামলার নেপথ্যে প্রশাসনের ভূমিকা আজও প্রশ্নাতীত নয়।
[আরও পড়ুন: দড়ি দিয়ে বিছানায় বেঁধে বিকৃত যৌনাচার! মাঝবয়সি দম্পতির বিরুদ্ধে থানায় কলেজ পড়ুয়া]
এত বড় হামলা কীভাবে ঘটল, এত বিস্ফোরক কীকরে এল? এমন বহু প্রশ্নের উত্তর আজও অজানা। স্বাভাবিকভাবেই গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চার বছর বাদে ফের একই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। তিনি এদিন টুইট করে বলেন,”আমি পুলওয়ামায় শহিদ হওয়া ৪০ জন জওয়ানকে শ্রদ্ধা জানাই। গোয়েন্দাদের নির্লজ্জ ব্যর্থতায় তাঁদের প্রাণ হারাতে হয়েছে। শুধু আশা করব, শহিদদের পরিবারগুলো অন্তত উপযুক্ত ক্ষতিপূরণটুকু পেয়েছে।”
[আরও পড়ুন: ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’, BBC অফিসে আয়কর হানা নিয়ে বিজেপিকে তোপ বিরোধীদের]
কংগ্রেস (Congress) নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপি বলছে, এসব বলে দিগ্বিজয় শুধু যে ভারতীয় গোয়েন্দা বিভাগের অপমান করছেন, তাই নয়। একই সঙ্গে পাকিস্তানকে ক্লিনচিট দিয়ে দিচ্ছেন। আসলে সরকার বরাবরই বলে আসছে, এই হামলার জন্য ভারতীয় গোয়েন্দা বিভাগের ব্যর্থতা দায়ী নয়। এটা পাকিস্তানের ষড়যন্ত্র।