shono
Advertisement

Breaking News

আওয়ামি লিগে থাকা ২৩ জন ‘যুদ্ধাপরাধী’র তালিকা দিল বিএনপি

শেখ হাসিনাকে তোপ বিএনপি নেতার। The post আওয়ামি লিগে থাকা ২৩ জন ‘যুদ্ধাপরাধী’র তালিকা দিল বিএনপি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Dec 23, 2018Updated: 07:28 PM Dec 23, 2018

সুকুমার সরকার, ঢাকা: সর্বজনবিদিত বিএনপি ‘যুদ্ধাপরাধীদের’ লালন-পালন করে থাকে। আর আওয়ামি লিগের এ অভিযোগও দীর্ঘদিনের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘যুদ্ধাপরাধীদের’ মন্ত্রী-এমপি বানিয়ে পুর্ণবাসিত করেছিলেন এটাও সকলের জানা। কিন্তু ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে ক্ষমতাসীন আওয়ামি লিগে থাকা ২৩ ‘যুদ্ধাপরাধীর’ তালিকা প্রকাশ করেছে বিএনপি। রবিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আওয়ামি লিগের ২৩ যুদ্ধাপরাধী বা তাদের পরিবার কোনও না কোনওভাবে ‘৭১ সালে পাকিস্তান সরকার ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে সংবাদ সম্মেলনে তিনি ২৩ জনের কথা উল্লেখ করলেও তালিকায় ২২ জনের নাম দেওয়া রয়েছে। রিজভি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আওয়ামি লিগের এসব নেতা ঘৃণীত ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে আওয়ামি লিগের রাজনীতিতে সক্রিয় থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে গিয়েছেন।

Advertisement

[বাংলাদেশে নির্বাচন চলাকালীন ‘গৃহবন্দি’ রোহিঙ্গা শরণার্থীরা]

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের কথা বলছেন প্রধানমন্ত্রী, আপনিই তো জামালপুরের নুরু রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন। এখনও আপনার দলে স্বাধীনতা বিরোধীদের ভিড়। জনগণকে প্রতারিত করে প্রধানমন্ত্রী আবারও মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলেছেন।’ বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধর সময় হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে এক ডজন ব্যক্তির বিচার করেছে ক্ষমতাসীন সরকার। ‘আওয়ামি লিগ সরকার নিজেদের মুক্তিযুদ্ধের কথিত সপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নীরব।’ তিনি বলেন, আওয়ামি লিগে কুখ্যাত রাজাকার, আলবদর, আলশামস, গণহত্যাকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগকারী-সহ অসংখ্য ব্যক্তি স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিলেন।‘ এই ব্যক্তিরা, তাদের সন্তান-সন্তুতি এখন আওয়ামি লিগের বড় নেতা বা তাদের টিকিটে নির্বাচনে লড়ছেন। কিন্তু এখন তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। সংবাদ সম্মেলনে আওয়ামি লিগের এসব ‘যুদ্ধাপরাধীর’ নাম ও তাদের পরিবারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন রিজভি।

[ভোটের আগে পুলিশ কর্তাদের খুনের চক্রান্ত হচ্ছে, বিস্ফোরক অভিযোগ হাসিনার]

The post আওয়ামি লিগে থাকা ২৩ জন ‘যুদ্ধাপরাধী’র তালিকা দিল বিএনপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার