সুমন করাতি, হুগলি: 'ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি'। এই বলে ঘর থেকে বেরিয়েছিল ৪ বছরের শিশু। তার পর থেকে আর হদিশ মেলেনি। অবশেষে রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল শিশুর দেহ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও অজানা। ইতিমধ্যে শিশুটির ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ।
হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার বাসিন্দা। নাম স্বর্ণাভ সাহা। বয়স ৪ বছর। শনিবার বিকেলে ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছিল বলে বের হয়েছিল সে। তার পর আর ঘরে ফিরে আসেনি। পুলিশের কাছে খবর যায়। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। এলাকায় ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি চালানো হয়। ডোবা-পুকুরেও চলে তল্লাশি। শেষ পর্যন্ত এদিন সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।
এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানান, গুপ্তিপাড়ায় এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছিল। রাতভর খোঁজাখুঁজির পর এদিন সকালে বাড়ির শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হয়েছে। ইতিমধ্যে পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের সঙ্গে মৃত্যুর কী যোগ তা স্পষ্ট নয়।