দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: জয়নগরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু। বাড়ির কাছ থেকেই উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম উজ্জ্বল সর্দার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা তিনি। পেশায় সিভিক ভলান্টিয়ার। তবে ফাঁকা সময়ে অটো চালাতেন তিনি। ভোরবেলা অটোয় লাড্ডু নিয়ে তা দোকানে দিতে যেতেন উজ্জ্বল। শুক্রবার ভোরবেলাও অটো নিয়ে বের হন তিনি। তার পর আর বাড়ি ফেরেননি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে জল পৌঁছল কানু সান্যালের গ্রামে, স্থায়ী সমাধানের অপেক্ষায় বাসিন্দারা]
কিছুক্ষণ পর বাড়ি থেকে খানিকটা দূরে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় উজ্জ্বলকে। পাশে ছিল তাঁর অটো, মানিব্যাগ, জুতো। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, যুবকের দেহে বিশেষ কোনও আঘাতের চিহ্ন ছিল না। ফলে কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পরিবারের দাবি, খুন করা হয়েছে উজ্জ্বলকে। ঠিক কী হয়েছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারও সঙ্গে যুবকের কোনও অশান্তি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।