ক্ষীরোদ ভট্টাচার্য: যাদবপুরে ছাত্র মৃত্যুর ক্ষত এখনও টাটকা। এরই মাঝে এসএসকেএম-এর নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগারে মিলল ঝুলন্ত দেহ।
জানা গিয়েছে, সুতপা কর্মকার নামে ওই তরুণী এসএসকেএমের নার্সিংয়ের ছাত্রী। দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। নার্সিং হস্টেলে থাকতেন। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বৃহস্পতিবার সকালে হস্টেলের দোতলার শৌচাগারে মেলে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। তড়িঘড়ি খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]
ওই ছাত্রীর রুমমেটরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই খানিকটা মনমরা ছিলেন ওই ছাত্রী। কারও সঙ্গে বিশেষ কথা বলছিলেন না। আচ্ছন্ন অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে অনুমান, ব্যক্তিগত কোনও সমস্যা চলছিল ওই ছাত্রীর। যার পরিণতি এই মৃত্যু। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। প্রসঙ্গত, যাদবপুরের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে শোরগোল রাজ্যজুড়ে। এরই মাঝে এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন যে, এর পিছনেও ব়্যাগিং রয়েছে কি না। তবে এখনও এ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।