shono
Advertisement

কলকাতার বস্‌তিতে মহিলার রহস্যমৃত্যু, উদ্ধার কম্বলে মোড়া দেহ! নেপথ্যে দাম্পত্য কলহ?

স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল মৃতার।
Posted: 02:37 PM Dec 10, 2023Updated: 02:37 PM Dec 10, 2023

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খাস কলকাতার বস্‌তিতে মহিলার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার কম্বলে মোড়া দেহ। উধাও মৃতার মোবাইল ফোন। ঘটনার নেপথ্যে দাম্পত্য কলহ নাকি অন্যকিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

Advertisement

খিদিরপুরের ইস্ট বাউন্ডারি রোডের একটি বস্‌তির বাসিন্দা আনজু আরা বিবি। তাঁর বয়স ৪০ বছর। প্রতিদিন কলকাতা পুরসভার গাড়ি জল দিতে এলে সকলের মতোই তিনিও যেতেন। তবে রবিবার সকালে তিনি যাননি। তা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। স্বাভাবিকভাবেই বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন সকলে। তাতেও সাড়া মেলেনি। এর পর দরজা খুলতেই দেখা যায়, একটি কম্বল পড়ে রয়েছে। তা খুলতেই উদ্ধার হয় মহিলার দেহ।

[আরও পড়ুন: কলকাতা ছুঁয়ে দার্জিলিংয়ে সাইবেরিয়ার জোড়া বাঘ! বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার]

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মৃতার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি চলছিল। আইনি জটিলতাও তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে বধূ নির্যাতনের মামলা চলছে বলে খবর। পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীই খুন করেছে মহিলাকে। প্রমাণ লোপাটের জন্য নিয়ে গিয়েছে ফোন। বিষয়টি জানামাত্রই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে এই নৃশংসতা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘পুলিশকে বিছুটি পাতা ঘষে দিন’, মালদহের তৃণমূল নেতার নিদানে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement