অর্ণব আইচ ও দীপালি সেন: নিউটাউনে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার। পাশে মিলেছে সুইস ভাষায় লেখা নোট। মঙ্গলবার বিকেলে নিউটাউনের অ্য়াকশন এরিয়া ওয়ানের একটি গেস্ট হাউস থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খুন না কি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের নাম পিওটার লুকাজাইক। সুইডেনের বাসিন্দা। বয়স ২৪। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। দিন কয়েক আগে ইমেল করে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন পিওটারের বাবা। জানিয়েছিলেন, ছেলে মানসিক অবসাদে ভুগছেন। তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজের কোনও জবাব দিচ্ছিলেন না। তাই ছেলের খোঁজ পেতে সরাসরি কলকাতা পুলিশকে ইমেল করেন তিনি। জানিয়েছিলেন, গত ৯ মে ব্য়াংকক থেকে কলকাতা এসেছিলেন পিওটার। প্রথমে বাইপাসের ধারে একটি হোটেলে উঠেছিলেন তিনি। পরে অ্যাপ ক্যাব নিয়ে নিউটাউনে চলে যান। হোয়াটসঅ্যাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখাও বন্ধ করে দিয়েছিলেন।
[আরও পড়ুন: ভয়ংকর! সাইকেলের চেনে গলা পেঁচিয়ে, মাথা থেঁতলে, নলি কেটে বন্ধুকে খুন তিন নাবালকের]
এদিকে নিউটাউনের গেস্ট হাউস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেখানে পৌঁছে হোটেলেক কর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁকে যেন বিরক্ত না করা হয়। ১৫ তারিখ দিনভর ঘরের ভিতরেই ছিলেন পিওটার। দরজা বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করা হয়নি। ১৬ তারিখ চেক আউট করার কথা ছিল তাঁর। কিন্তু সময় পেরিয়ে গেলেও পিওটার ঘরের বাইরে বের হননি। এরপরই গেস্ট হাউসের কর্মীরা ডাকাডাকি করেও সাড়া পাননি। তারপরই তাঁরা টেকনো সিটি থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন, খাটের উপর পিওটারের নীথর দেহ পড়ে রয়েছে। পাশে সুইস ভাষায় লেখা একটি নোট। সেই নোটের মর্মার্থ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে সুইডেনের যুবক কি আত্মঘাতী হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।