সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ধসের পর কেটে গিয়েছে প্রায় দশদিন। পশ্চিম বর্ধমানের অন্ডাল (Andal) থানার জামবাদ এলাকায় ধসে নিখোঁজ হয়ে যাওয়া মহিলার দেহ উদ্ধার করা হল সোমবার রাতে। মহিলার দেহ উদ্ধার করতে কেন এত সময় লাগল, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
গত ১৯ জুন রাত ২টো নাগাদ জামবাদ এলাকায় ধস নামে। একটি বাড়ি মাটির তলায় চলে যায়। নিখোঁজ হয়ে যান শাহনাজ বানু নামে এক মহিলা। প্রায় এক হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় ১৫টিরও বেশি বাড়ি। এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের ইঞ্জিন পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ। টানা দশদিন ধরে উদ্ধারকাজ চলার পর সোমবার রাত দশটার কিছু পরে ওই নিখোঁজ মহিলার দেহ উদ্ধার করা সম্ভব হয়।
[আরও পড়ুন: ফের রাজনৈতিক মহলে করোনার থাবা, এবার আক্রান্ত বারাসতের বিদায়ী পুরপ্রধান]
ইসিএলের উদাসীনতাতেই বাড়ি ধসে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, “ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও এখনও মেলেনি কোনও ঘর। মানুষ মরে গেলেও তাদের কোনও চিন্তা নেই।” দেহ উদ্ধারে দেরি হওয়াতেও ইসিএলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। ইসিএলের উদাসীনতাতেই দেহ উদ্ধারে ১০ দিন সময় লেগে গেল বলেই মনে করছেন তাঁরা। এতদিন পর প্রিয়জনের দেহ উদ্ধারের ঘটনায় শোকে পাথর তাঁদের পরিজনরা।
[আরও পড়ুন: মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে খুন মা, বাগনানের ঘটনায় অভিযুক্তদের শাস্তি চেয়ে ডেপুটেশন এবিভিপির]
The post ১০ দিন পর ধসে নিখোঁজ মহিলার দেহ উদ্ধার, ইসিএলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অন্ডাল appeared first on Sangbad Pratidin.