shono
Advertisement

‘ময়দান’ মাতাতে কলকাতায় পা রাখছেন অজয়, নেপথ্যে রহিম সাহেবের বায়োপিক

বছর ষোলো পর শুটিংয়ের জন্য ফের তিলোত্তমায়।   The post ‘ময়দান’ মাতাতে কলকাতায় পা রাখছেন অজয়, নেপথ্যে রহিম সাহেবের বায়োপিক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Nov 17, 2019Updated: 07:24 PM Nov 17, 2019

সন্দীপ্তা ভঞ্জ: ‘যুবা’র পর ছবির শুটিংয়ের জন্য ফের কলকাতায় আসছেন অজয় দেবগন। সময়টা ২০০৩ সাল। মণি রত্নমের ‘যুবা’ ছবির শুটিং করতে কলকাতায় এসেছিলেন। প্রায় ১৬ বছর পর তিলোত্তমায় পা রাখছেন পরিচালক অমিত শর্মার আগামী ছবি ‘ময়দান’-এর শুটিংয়ের জন্য।

Advertisement

নভেম্বরের ২০ তারিখই পরিচালক অমিত তাঁর ‘ময়দান’ টিম নিয়ে উড়ে আসতে চলেছেন কলকাতায়। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, ১৯৫১-১৯৬২, ঠিক যেই সময় পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন দোর্দণ্ডপ্রতাপ সৈয়দ আবদুল রহিম, সেই পিরিয়ডটিকেই সিনেম্যাটিক ফরম্যাটে তুলে ধরতে চলেছেন অমিত শর্মা। সেসময়ে ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল, নিঃসন্দেহে তার অন্যতম কাণ্ডারি ছিলেন রহিম সাহেব। আধুনিক ভারতীয় ফুটবলের রূপকার হিসেবেও তাঁর নামোল্লেখ করা যায়। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোল খেয়েছিল ভারত। পরাজিত এক টিম কীভাবে ঘুরে দাঁড়াল সেখান থেকে শুরু এ ছবির গল্প। ঘুরে দাঁড়ানোর জন্য রহিম সাহেব কীভাবে স্ট্র্যাটেজি সাজালেন, সেই গল্পই তুলে ধরা হবে পর্দায়। আর রহিম সাহেবের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।

[আরও পড়ুন: উঠল স্থগিতাদেশ, আইনি জটিলতা কাটিয়ে নির্ধারিত দিনেই আসছে ‘টেকো’]

যে ছবিতে অজয়ের দেবগনের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা রুদ্রনীল ঘোষও। অজয়ের কলকাতা আসার খবর নিশ্চিত করে রুদ্রনীল জানান, লখনউয়ের শিডিউল শেষ হলেই নভেম্বরের ২০ তারিখ থেকে কলকাতায় শুরু হবে ‘ময়দান’-এর শুটিং। তবে, ‘ময়দান’ টিমের বাকি সদস্যরা ২০ তারিখ এসে পৌঁছলেও ওই দিনই অজয় দেবগন আসছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। দিন দুয়েক পরও যোগ দিতে পারেন। খাস কলকাতার শহরের পাশাপাশি ছবির শুটিং হবে চন্দননগরেও। রুদ্রনীল যোগ দিচ্ছেন ২৬ তারিখ থেকে।

তা সহ-অভিনেতা অজয় যখন কলকাতায় পা রাখছেন, রুদ্রনীল নিজের শহর ঘুরে দেখাবেন না? বাঙালি মানেই তো কবজি ডুবিয়ে ভূরিভোজ। তাই শুটিং শিডিউলের মাঝে ফাঁকা সময় পেলেই অজয়-সহ ‘ময়দান’ টিমকে নিয়ে মধ্যাহ্নভোজ বা নৈশভোজে বাঙালি খানাপিনায় মাততে পারেন রুদ্রনীল। ময়দানে নিয়ে যাবেন বলেও ভেবেছেন। তবে সবটাই সম্ভব যদি শিডিউল ফাঁকা থাকে।

[আরও পড়ুন: ব়্যাম্পে রানু, ভিডিও ভাইরাল হতেই ফের নেটদুনিয়ায় হাসির রোল ]

The post ‘ময়দান’ মাতাতে কলকাতায় পা রাখছেন অজয়, নেপথ্যে রহিম সাহেবের বায়োপিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement