সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই (Dubai) বিমানবন্দরে মাদকসহ ধরা পড়ে শারজায় জেলবন্দি রয়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসন পরেরা (Chrisann Pereira)। অভিনেত্রীর পরিবারের তরফে আগেই দাবি করা হয়েছিল, ক্রিসনকে ফাঁসানো হয়েছে। পুলিশি তদন্তে ক্রমশ ‘সড়ক ২’ ছবির অভিনেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনাই প্রকাশ্যে আসছে। আগেই জানা গিয়েছিল, একটি স্মারক-সহ ধরা পড়েন ক্রিসন। তার ভিতরে ছিল মাদক। স্মারকটি ক্রিসনকে দেন এক ব্যক্তি। তাঁর পরামর্শেই শারজায় অডিশন দিতে উড়ে গিয়েছিলেন ক্রিসন। যদিও গোটা ঘটনাই ছিল সাজানো! অভিনেত্রীর মায়ের সঙ্গে কুকুর নিয়ে ঝামেলার জেরে ষড়যন্ত্রের পরিকল্পনা করেন একই আবাসনের বাসিন্দা এক ব্যক্তি। তার জেরেই বর্তমানে বিদেশে জেলবন্দি ক্রিসন। অন্যদিকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
পুলিশ জানিয়েছে, ক্রিসন এবং বেকারি কারখানার মালিক অ্যান্টনি পল মিরা রোডের একই আবাসনের বাসিন্দা। কিছুদিন আগে অভিনেত্রীর মায়ের সঙ্গে অ্যান্টনির মেয়ের কুকুর নিয়ে বিরাট ঝামেলা হয়। এরপরই বদলা নিতে ষড়যন্ত্রের পরিকল্পনা করেন অ্যান্টনি। এই কাজে তাঁর সঙ্গী হয় ব্যাংক ম্যানেজার রাজেশ বোভতে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক দীপক সাওয়ান্তের বক্তব্য, অ্যান্টনিই শারজার টিকিট কেটে দেয় ক্রিসনের জন্য। ভুয়ো রিটার্ন টিকিট দেয়। পুলিশের অনুমান, কুকুর নিয়ে ঝামেলার জেরে ক্রিসন মাকে শায়েস্তা করতে ক্রিসনকে মাদক ভরা স্মারক দেওয়া হয়।
[আরও পড়ুন: দায়রা আদালতে মেলেনি স্বস্তি, ‘মোদি মন্তব্য’ মামলায় এবার হাই কোর্টে রাহুল]
উল্লেখ্য, অভিনেত্রীর পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল, “ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পরেরাকে মেসেজ করেন, যে মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাঁকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তাঁর সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেকারণেই ক্রিসন সঙ্গে করে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্যেই মাদক পাওয়া যায়। যার জেরে বর্তমানে শারজায় জেলবন্দি ‘শরক ২’ ছবির অভিনেত্রী।