shono
Advertisement

১৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন হৃতিক রোশন! জানেন কে সেই নায়িকা?

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের।
Posted: 01:46 PM Jan 31, 2022Updated: 11:15 PM Jan 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিকের বয়স ৪৮। অভিনেত্রীর বয়স ৩২। একেবারে ১৬ বছরের ছোট! তাতে কী? প্রেমের আবার বয়স হয় নাকি। আর তাই তো পুরনো সব প্রেমকে ভুলে এবার নতুন প্রেমে মজেছেন হৃতিক রোশন (Hrithik Roshan )। ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ খ্যাত অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদকেই (Saba Azad) হৃতিক বলে উঠলেন ‘কহোনা প্যার হ্যায়’! তবে সাবা প্রকাশ্যে এই নিয়ে মুখ না খুললেও, তিনি যে এই প্রেমে রাজি, তা বুঝিয়েছেন হাবে ভাবে!

Advertisement

গত শনিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই এই প্রেমের গল্প শুরু। যেখানে দেখা গিয়েছে, হৃতিক এক রহস্য়ময়ী নারীর হাত ধরে মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে বেরিয়ে আসছেন। পাপারাৎজিদের চোখ এড়াতে পারেননি হৃত্বিক। ক্যামেরা থেকে বাঁচতে দৌড়ে গাড়িতে উঠলেও, হৃতিক কিন্তু এই প্রেমের গুঞ্জন থেকে বাঁচতে পারেননি। হৃতিকের সঙ্গে কে এই নায়িকা, সঙ্গে সঙ্গে খোঁজখবর শুরু।

[আরও পড়ুন: ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি!’ বাবাকে ফোন করে হোটেলের ৬ তলা থেকে ঝাঁপ মডেলের ]

শোনা যাচ্ছে, সাবা আজাদের সঙ্গে নাকি বেশ কয়েক মাস ধরে বন্ধুত্ব হৃতিকের। মাঝে মধ্যেই এদিক-ওদিক দেখা গিয়েছে দু’ জনকে। তবে এই বন্ধুত্ব নিয়ে মুখ খুলতে চাইছেন না হৃত্বিক বা সাবা কেউই। বরং সম্প্রতি সাবা এক সংবাদমাধ্যমের কাছে হৃতিকের সঙ্গে বন্ধুত্বের ইঙ্গিত দিয়েছেন। তবে প্রেমের ব্যাপারটা চালাকি করেই এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর থেকে একেবারেই সঙ্গীহীন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই দেখা যায় দু’ ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে, নতুন ছবি ‘বিক্রম ভেদার’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক রোশন। তার মাঝেই এবার প্রেমের গুঞ্জনে ঢুকে পড়লেন বলিউডের গ্রিক গড।

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় কেন মোদিকে টুইট? নতুন শো’য়ে কারণ ফাঁস কপিল শর্মার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement