shono
Advertisement

Breaking News

প্রয়াত ‘উরি’ ছবির অভিনেতা, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সোমবার রাতে নিজের বাড়িতেই মারা যান তিনি। The post প্রয়াত ‘উরি’ ছবির অভিনেতা, মৃত্যু নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:11 PM Apr 09, 2019Updated: 06:12 PM Apr 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন অভিনেতা নবতেজ হুন্ডাল। সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি।

Advertisement

তবে অভিনেতার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। তিনি অসুস্থ ছিলেন কিনা, জানা যায়নি তাও। সোমবার রাতে নিজের বাড়িতেই মারা যান তিনি। মঙ্গলবার বেলা ১১ টায় মুম্বইয়ের ওশিওয়াড়া শ্মশানে তাঁর শেষকৃত্য হয়।

[ আরও পড়ুন: দাম্পত্য রসায়নের আরেক নজির, পা পিছলে বেসামাল প্রিয়াঙ্কাকে সামলে নিলেন নিক ]

নবতেজের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। এক মেয়ের নাম অবন্তিকা হুন্ডাল। তিনিও অভিনেত্রী। একতা কাপুরের বিখ্যাত শো ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ধারাবাহিকে মিহিকার চরিত্রে অভিনয় করেন তিনি। বাবার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তিনি। সিনে ও টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সোশ্যাল সাইটে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।

অভিনেতা হিসেবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর আগে বহু ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা নবতেজ হুন্ডাল। সঞ্জয় দত্তের ‘খলনায়ক’ (১৯৯৩), ‘তেরে মেরে স্বপ্নে’ (১৯৯৬), ‘দ্য হুইসপার্স’ (২০০৯) ছবিতে তাঁকে দেখা গিয়েছে। এছাড়া একাধিক টেলিভিশন ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার পাশাপাশি অভিনয় শিক্ষক হিসেবেও কাজ করতেন নবতেজ হুন্ডাল।

[ আরও পড়ুন: পরের ছবিতে কীরকম চরিত্রে দেখা যাবে? নিজেই ফাঁস করলেন শাহরুখ ]

The post প্রয়াত ‘উরি’ ছবির অভিনেতা, মৃত্যু নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement