অর্ণব আইচ: ফের অভিনয় জগতে দুঃসংবাদ। দক্ষিণ কলকাতার (South Kolkata) যোধপুর পার্কের ফ্ল্যাট থেকে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, এদিন আরিয়ার (Arya Banerjee) বাড়িতে কাজ করতে যান পরিচারিকা। কিন্তু অনেকবার ডেকেও কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় নিজেই লেক থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লেক থানার অন্তর্গত যোধপুর পার্কের ওই বিল্ডিংয়ের তিন তলায় আরিয়া বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট। যা ভিতর থেকে বন্ধ ছিল। ফ্ল্যাটের দরজা ভেঙেই ভিতরে প্রবেশ করে পুলিশ। পুলিশের আধিকারিকরা দেখেন, ঘরের ভিতর খাটের উপর পড়ে আরিয়ার নিথর দেহ। নাক দিয়ে রক্ত ঝরছে। মুখ থেকে বমি বেরিয়ে আসছে। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ফ্ল্যাট থেকে গৃহকর্তার গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২, খুনের কারণ নিয়ে ধন্দ]
স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। বছর পঁয়ত্রিশের অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচারিকা চন্দনা দাসকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খুব কুকুরকে ভালবাসতেন আরিয়া। কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না। কারও সঙ্গে তেমন যোগাযোগও ছিল না। একাই থাকতেন।
বিখ্যাত সেতার বাদক প্রয়াত পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা আরিয়া। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বলিউড ছবি লাভ সেক্স অউর ধোকা (LSD) এবং বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সাবধান ইন্ডিয়া’র মতো জনপ্রিয় টেলিভিশন ক্রাইম শোয়েও দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে থমথমে গোটা এলাকা।
[আরও পড়ুন: মদের গ্লাস হাতে ছবি পোস্ট, নেটদুনিয়ার তীব্র রোষানলে অভিনেত্রী হুমা কুরেশি]
উল্লেখ্য, এভাবেই গত ১৫ জুন দুপুরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সামনে এসেছিল। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতার দেহ। অনেকটা একই ছবি এদিন যোধপুর পার্কে। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুকে আত্মহত্যাই বলা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরই আরিয়ার মৃত্যুর কারণ নিয়ে খানিকটা ধোঁয়াশা কাটতে পারে।