সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির কড়া জেরার মুখে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। খবর অনুযায়ী, সোমবার আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইডির (ED) আধিকারিকরা। জানা গিয়েছে, নয়াদিল্লিতে প্রায় ৫ ঘণ্টা ধরে ইডির কড়া জেরার মুখে পড়েছেন জ্যাকলিন।
ইডি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত হিসেবে নয়, বরং সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জ্যাকলিনকে। কয়েক হাজার কোটি টাকার তছরুপের মামলায় অভিযুক্ত ঠগবাজ সুখেশ চন্দ্রশেখর। আর এই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন জ্যাকলিন। আর সেই কারণেই ইডি জিজ্ঞাসাবাদ করছে জ্যাকলিনকে। তবে কীভাবে চন্দ্রশেখরের সঙ্গে যোগযোগ হল অভিনেত্রীর, তা অবশ্য ইডির তরফ থেকে জানানো হয়নি।
[আরও পড়ুন: ব্রেকফাস্টে তোমাকেই চাই! ছুরি,কাঁটাচামচ নিয়ে Priyanka’র নিতম্বে ঝাঁপিয়ে পড়লেন নিক জোনাস]
২০০৯ সালে পরিচালক সুজয় ঘোষের আলাদিন ছবি থেকেই বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর সলমন, অক্ষয়, রণবীর কাপুর, অর্জুন রামপাল, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে একের পর ছবিতে অভিনয় করেছেন। বলিউডে সলমনের ঘনিষ্ঠ বলেও গুঞ্জনে থাকেন জ্যাকলিন। এমনকী, গত বছর লকডাউনের সময় সলমনের ফার্ম হাউজেই বহু দিন ছিলেন জ্যাকলিন। সামনেই মুক্তি পেতে চলেছে জ্যাকলিনের ‘ভূত পুলিশ’ (Bhoot Police), ‘অ্যাটাক’ (Attack), ‘রামসেতু’ (Ramsetu)। কয়েকদিন আগে গায়ক বাদশার সঙ্গে ‘পানি পানি’ গানে পারফর্ম করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।
অন্যদিকে, রবিবার মাদক কাণ্ডে এনসিবির হাতে গ্রেপ্তারির পর আরও দু’দিন অভিনেতা আরমান কোহলিকে (Arman Kohli) রাখা হবে এনসিবির হেফাজতে। অর্থাৎ ১ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন আরমান। একটানা ১২ ঘণ্টা ধরে জেরার পর আরমান কোহলিকে রবিবার সকালে গ্রেপ্তার করে এনসিবি। মুম্বইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক কাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এল, মাদক কাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চাইবেন তদন্তকারীরা।