সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা৷ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে দুপুর ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৭২৷ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে দিন কয়েক আগেই ভরতি হয়েছিলেন বিদ্যা৷ ‘পতি পত্নী অউর বোহ’ এ ‘ছোটি সি বাত’ ছবির অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে সিনেমহলে৷
[আরও পড়ুন: চিন্তামুক্ত সিনেমহল, ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়]
সূত্রের খবর, ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি৷ বিগত কয়েক মাসে আরও অবনতি ঘটতে থাকে তাঁর৷ গুরুতর অবস্থায় সম্প্রতি হাসপাতালে ভরতি হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী৷ তবে যথাযথ চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি তাঁর৷
অশোক কুমার, সঞ্জীব কুমার, অমল পালেকরের মতো বহু খ্যাতনামা অভিনেতার বিপরীতে দাপিয়ে অভিনয় করেছেন বিদ্যা সিনহা৷ ১৮ বছর বয়সে মডেল দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন৷ ১৯৭৪ সালে বসু চট্টোপাধ্যায়ের ‘রজনীগন্ধা’ ছবি দিয়েই বলিউডে পদার্পন করেন তিনি৷ এই রোম্যান্টিক ছবিই তাঁর দিকে এনে দেয় স্পটলাইট৷ পরের বছরই ১৯৭৫ সালে এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হন বিদ্যা সিনহা৷ পরের ছবি ‘কিরায়দার’-এর পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি৷ রাজ কাপুরের ছবি ‘সত্যম শিবম সুন্দরম’-এর জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল বিদ্যার কাছে৷ কিন্তু নাকচ করে দেন তিনি৷ জিনাত আমন অভিনীত যেই চরিত্র আজও ভোলেনি সিনেদর্শকরা৷ একটা সময়ে বলিউড ছবির পাশাপাশি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন তিনি৷ সম্প্রতি, ‘কুলফি কুমার বাজেওয়ালা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন বিদ্যা সিনহা৷
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ‘গুমনামি’র টিজার, প্রকাশ্যে নেতাজিরূপী প্রসেনজিৎ]
১৯৬৮ সালে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী৷ তবে স্বামীর প্রয়াণের পর দত্তক কন্যাকে নিয়ে সিডনিতে চলে যান তিনি৷ সেখানেই নেতাজি ভীমরাও সালুংখের সঙ্গে বিয়ে করেন৷ তবে সেই বিয়ে টেকেনি বেশি দিন৷ স্বামীর প্রতি নির্যাতনের অভিযোগ এনে ডির্ভোস হয় অভিনেত্রীর৷ প্রবীণ বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন ইন্ডাস্ট্রিতে৷
The post সাতের দশকের বিখ্যাত বলি অভিনেত্রী বিদ্যা সিনহা প্রয়াত appeared first on Sangbad Pratidin.