সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে ফুঁসছিল গোটা দেশ। শুক্রবার ভোরের ঘটনার পর সেই উত্তাপ যেন কিছুটা হলেও কমল। ধর্ষণকাণ্ডের ১০ দিনের মাথায় আজ শুক্রবার ভোররাতে অভিযুক্ত চার জনের এনকাউন্টার করল তেলেঙ্গানা পুলিশ। পুলিশি এনকাউন্টারে উল্লসিত আম আদমি। সাধারণ মানুষ যখন তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ সবার মুখে একটাই কথা, ‘ধর্ষকদের এমন শাস্তিই হওয়া উচিত।’ শুক্রবার সকালে এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন ধরনের মন্তব্য আসতে শুরু করে। কেউ তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে তো কেউ বা আবার ঘোর সমালোচনা করেছে। মুখ খুলেছেন সিনে ব্যক্তিত্বরাও। বলিউড তারকাদের পাশাপাশি দক্ষিণী তারকারাও ধন্যবাদ জানিয়েছেন তেলেঙ্গানা পুলিশকে।
জয়া বচ্চন, ঋষি কাপুর, অনুপম খের, বিবেক ওবেরয়, সোনু সুদ নাগার্জুনা থেকে রকুলপ্রীত সিং হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে পুলিশের এনকাউন্টারকে একযোগে সমর্থন জানিয়েছেন সবাই।
জয়া বচ্চনের কথায়, “ধর্ষণ ও খুনের শাস্তি দেরিতে হওয়ার চেয়ে আগেই হযেছে। এটা খুব ভাল। মৃত চিকিৎসক তরুণীর পরিবার একটু হলেও স্বস্তি পাবে। আশা করব এমনটা হবে না।” এর আগে সংসদে দাঁড়িয়ে হায়দরাবাদ ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে দোষীদের শাস্তি প্রসঙ্গে জয়া যা মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিরোধী পক্ষের কাছে কটাক্ষের শিকারও হতে হয়েছিল জয়াকে।
ধর্ষকদের শাস্তি দিয়ে উপযুক্ত কাজ করা হয়েছে। ‘জয় হো’ বলে তেলাঙ্গানা পুলিশের সমর্থনে মন্তব্য করেছেন অনুপম খের। ঠিক কাজ করেছে তেলাঙ্গানা পুলিশ। এনকাউন্টারের পর এভাবেই নিজের মতপ্রকাশ করেন টেলিভিশন অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি। “পুলিশরাই সত্যিকারের হিরো” মন্তব্য সোনু সুদের।
[আরও পড়ুন: হায়দরাবাদ এনকাউন্টারের বিরোধিতায় সরব অপর্ণা, পুলিশকে খোঁচা তসলিমার ]
[আরও পড়ুন: প্রোফেসর শঙ্কুর ল্যাবে ঢুঁ মারতে চান? মুশকিল আসান এই অ্যাপ]
The post উচিত শাস্তি দিয়েছে ধর্ষকদের, তেলেঙ্গানা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ বলি সেলেবরা appeared first on Sangbad Pratidin.