shono
Advertisement

‘মিস্টার মাম্মি’র গল্প চুরি! বলিউডের বিরুদ্ধে অভিযোগ টলিউড প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়ের

আকাশের আরেক পরিচয় তিনি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে।
Posted: 09:03 PM Oct 31, 2022Updated: 09:03 PM Oct 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের গল্প বলিউডে। কপি পেস্ট নয়, একবারে চুরি! হ্যাঁ, বলিউডের দিকে এমনই অভিযোগ তুললেন টলিউডের প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়। যাঁর আরেক পরিচায় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে। এই আকাশই বলিউডের খ্যাতনাম প্রযোজক সংস্থা টি সিরিজের বিরুদ্ধে গল্প চুরির গুরুতর অভিযোগ তুলেছেন।

Advertisement

তা ঠিক কী ঘটেছে?

আকাশ চট্টোপাধ্য়ায় সম্প্রতি তাঁর ফেসবুকে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছেন শাদ আলি পরিচালিত রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত ছবি ‘মিস্টার মাম্মি’ (Mister Mummy) গল্প নাকি তাঁর মস্তিষ্কপ্রসূত। আকাশের দাবি অনুযায়ী, ২০১৯ সালে আকাশ একটি ছবির চিত্রনাট্য লেখেন। যেখানে একজন যুবক অন্তঃসত্ত্বা হয়ে যায়। এই কনসেপ্ট সেই সময় টি সিরিজের কর্ণধারকেও জানিয়েছিলেন আকাশ। তাঁদের পছন্দ হয়। এমনকী, ছবির নাম ঠিক হয়েছিল ‘ভিকি পেট সে’। আয়ুষ্মান খুরানাকেই আকাশ এই ছবির নায়ক হিসেবে চেয়েছিলেন। এত দূর কথা এগিয়ে গেলেও, পরে কিন্তু প্রযোজক সংস্থার পক্ষ থেকে কোনও উদ্য়োগ দেখা যায়নি বলে জানিয়েছেন আকাশ। কিন্তু হঠাৎ করে প্রকাশ্যে আসে রীতেশ ও জেনেলিয়ার ‘মিস্টার মাম্মি’র ট্রেলার। তখনই দুয়ে দুয়ে চার করে নেন আকাশ। গল্পটা যে চুরি হয়েছে তা বুঝতে খুব একটা দেরি হয় না তাঁর।

[আরও পড়ুন: ‘অভিনয় করলেই শরীর ভাল থাকবে’, শুটিং ফ্লোরে সোনালির সঙ্গে আড্ডার স্মৃতিচারণা ‘খড়ি’ সোলাঙ্কির ]

আকাশ জানিয়েছেন, ”চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়েশনে দাখিল করা আছে আমার চিত্রনাট্য। আমি কোনও অর্থ চাই না। আমি শুধু এই ছবিতে আমার প্রাপ্র্য নামটা দেখতে পেলেই খুশি। আইনজীবীর সঙ্গে কথাও বলেছি। প্রযোজনা সংস্থাকে হয়তো আমরা আইনি নোটিস পাঠাবো।”

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবি থেকে অভিনয় জগতে পা রাখেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর টানা ৯ বছরের প্রেম। ২০১২ সালে বিয়ে করেন জেনেলিয়া ও রিতেশ। তাঁদের দুই সন্তান রিয়ান ও রাহিল। ঘর সংসার গুছিয়ে ফের ‘মিস্টার মাম্মি’ ছবি দিয়েই বলিউডের পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন রীতেশ ও জেনেলিয়া।

[আরও পড়ুন: দার্জিলিংয়ের পর এবার ‘রুদ্ধশ্বাস রাজস্থান’, ফের বড়পর্দায় আসছে ‘একেনবাবু’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement