সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা হিসেবে একের পর এক ভাল ছবি দর্শককে উপহার দিয়েছেন বোমান ইরানি। ‘থ্রি ইডিয়েটস’-এর ভাইরাসের সঙ্গে যেমন মিল নেই ‘ডন’ ছবির বর্ধনের, তেমনই ‘দোস্তানা’র এমের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় না ‘মাই ওয়াইফ’স মার্ডার’ ছবির জাঁদরেল ইন্সপেক্টর তেজপালের। একের সঙ্গে অন্য চরিত্রের কোনও মিলই নেই। অভিনেতা হিসেবে দর্শকের প্রশংসা পাওয়ার পর এবার প্ল্যাটফর্ম পালটাতে চান বোমান ইরানি। অভিনয় ছেড়ে পরিচালনায় আসতে চলেছেন তিনি।
অবশ্য পরিচালনায় আসার কথা বহু আগে থেকেই ঘোষণা করেছিলেন বোমান। এও বলেছিলেন, ভাল চিত্রনাট্য পেলে তবেই পরিচালনার কাজে হাত দেবেন তিনি। আগে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ছবি বানানোর জন্য একটা ভাল চিত্রনাট্যের দরকার। ভাল চিত্রনাট্য সহজে মেলে না। তিনি লেখার চেষ্টা করছেন। মাথায় একটা সুন্দর গল্প রয়েছে। কিন্তু লেখা ঠিক জমছে না। তাঁর মনে হচ্ছে আবার তাঁকে ছাত্রাবস্থায় ফিরে যেতে হবে। “যেমন গাড়িতে পেট্রল ভরতে পারা মানেই ইঞ্জিনিয়র নয়, তেমনই লিখতে পারা মানেই লেখক নয়। লেখক হওয়ার জন্য সৃজনশীলতার দরকার। আমি বহু বছর ধরে বই পড়ে অভিনয় শিখেছি। আমি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যাইনি। কিন্তু অনেক ওয়ার্কশপে গিয়েছি। তাড়া নেই। আমি ধীরে ধীরেই ছবির কাজ করব। আরও একবার ডেবিউ করার জন্য আমি তৈরি। এবার পরিচালক হিসেবে।”
[ আরও পড়ুন: ‘হোয়াট ইজ দিস?’ অনুরাগীর ছোঁয়াতেই মেজাজ হারালেন রানু মণ্ডল ]
বোঝাই যাচ্ছে, বোমান ইরানির সেই বহু প্রতীক্ষিত চিত্রনাট্য এখন তৈরি। তিনি নিজেই লিখেছেন চিত্রনাট্য। আর এখন পরিচালকের আসনে বসতে দ্বিধা নেই বোমানের। শোনা যাচ্ছে, ছবির গল্প নাকি বাবা আর ছেলের সম্পর্ককে ঘিরে। গড়পড়তা প্রেমিক-প্রেমিকার গল্পে হাঁটেননি তিনি। তবে চিত্রনাট্য তৈরি হলেও ছবির চরিত্রাভিনেতাদের নাম এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। সব ঠিক থাকলে আগামী বছরই শুরু হয়ে যাবে ছবির কাজ।
[ আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছায় শাহরুখকে খোঁচা সলমনের! কী উত্তর দিলেন কিং খান? ]
The post অভিনয় ছেড়ে এবার নয়া অবতারে বোমান ইরানি appeared first on Sangbad Pratidin.