অর্ণব দাস, বারাকপুর: রেললাইনের পাশে পড়েছিল একটি লেডিজ ব্যাগ। সেটিকে সরিয়ে অন্যত্র ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন রেলকর্মীরা। আর তাতেই ঘটল বিপত্তি। ব্যাগ ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই জোরাল বিস্ফোরণ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনের (Kankinara Railway Station) ২৮ ও ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় ছড়াল আতঙ্ক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কে বা কারা এই লেডিজ ব্যাগটি রেললাইনের ধারে ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকালে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনের ২৮ এবং ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় কাজ করছিলেন রেলকর্মীরা। সে সময় রেললাইনের পাশে একটি লেডিজ ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। রেলকর্মীরা ভেবেছিলেন একটি অপ্রয়োজনীয় বস্তু পড়ে রয়েছে। সে কারণে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন তাঁরা। তবে ফেলতে গিয়েই বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরন তাঁরা। দেখেন রেললাইন এবং রেললাইন সংলগ্ন গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।
[আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুকে গলা কেটে গুলি করে খুন, চাঞ্চল্য মগরাহাটে]
এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে রেললাইনের ধারে লেডিজ ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কে বা কারা লেডিজ ব্যাগটি ফেলে রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই ব্যাগের মধ্যে বোমাই বা কে রেললাইনের ধারে রেখে গেল, সে প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের। রেলপুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।