নিরুফা খাতুন: খাস কলকাতায় বোমাতঙ্ক। রবিবার সাতসকাল হরিদেবপুরের রাস্তায় বোমা উদ্ধার। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কিছুদিন আগেও হরিদেবপুর এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল। পরপর একই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এদিন সকালে রোজকার মতোই কলকাতা পুরসভার সাফাই কর্মীরা রাস্তা ঝাঁট দিতে এসেছিলেন। তখনই হরিদেবপুরের ব্যানার্জী পাড়ার বকুলতলায় ভ্যাটের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন তাঁরা। ব্যাটারি ও তারযুক্ত টাইম বোমা দেখতে পেয়েছেন বলে খবর। সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানায় খবর যায়। পুলিশ এসে বোমা উদ্ধার করে জলের বালতি রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। তারা এসে খতিয়ে দেখবে উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তুটি কি আদৌ বিস্ফোরক না কি অন্য় কিছু।
[আরও পড়ুন: ফাঁকা চেম্বারে যুবতীকে জড়িয়ে ধরে চুমু! শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক TMC নেতা]
উল্লেখ্য, কিছুদিন আগেই হরিদেবপুর থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। খাস কলকাতা থেকে এভাবে বারবার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কলকাতার বুকে কোথা থেকে এত বোমা আসছে, কোন উদ্দেশে একই এলাকায় বারবার বোমা রাখা হচ্ছে, তা নিয়েও পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আর ছুটির দিন সকালে এধরনের ঘটনায় আতঙ্কিত হরিদেবপুরের বাসিন্দারা।