shono
Advertisement

‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন

২০১৯ সালে ঘটেছিল ঘটনাটি।
Posted: 02:24 PM Apr 12, 2023Updated: 02:24 PM Apr 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন খান (Salman Khan)। সুপারস্টারের বিরুদ্ধে ওঠা এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। স্টার বলেই কাউকে কাঠগড়ায় তোলা যাবে না, এমনটাই জানালেন বিচারপতি ভারতী ডাংড়ে।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। সলমন খান এবং তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, সে বছরের এপ্রিল মাসে সাইকেল চালিয়ে মুম্বইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সলমন। তাঁর ছবি ও ভিডিও তুলছিলেন তিনি। এতেই বিরক্ত হন অভিনেতা। অনুমতি না নিয়ে কেন তারকার ছবি তুলছেন? এই প্রশ্ন তুলে সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করতে থাকেন। পরে নাকি সলমনও এসে তাঁকে মারধর করেন। অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: ‘শিল্পীদের রগড়ে দিতে চায়…’, নাট্যকর্মী নিরুপমের ‘নিগ্রহে’র তীব্র প্রতিবাদ কৌশিক-ঋদ্ধি-বাদশার]

প্রথমে সলমন ও তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সাংবাদিক। কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে মামলা হয়। করোনা (Coronavirus) পরিস্থিতির জন্য শুনানি একটু পিছিয়ে যায়। কিন্তু ফের শুনানি শুরু হয় এবং সলমন খানকে সমন পাঠায় অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

মঙ্গলবার বম্বে হাই কোর্টের বিচারপতি জানান, ম্যাজিস্ট্রেট কোর্টের সমন পাঠানোর আগে সঠিক পদ্ধতি মানা হয়নি। সাংবাদিকের অভিযোগের নিরিখে তেমন কোনও প্রমাণ দেখানো যায়নি বলেও শোনা গিয়েছে। এরপরই মামলাটি খারিজ করে বিচারপতি বলেন, “বিচার ব্যবস্থার নামে কোনও স্টারকে এভাবে কাঠগড়ায় তোলা যায় না তাও আবার সঠিক আইনি পদ্ধতি না মেনে।” উল্লেখ্য, মঙ্গলবারই ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। ইদের অবসরে মুক্তি পাবে ছবিটি। আর তা নিয়ে সলমন অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।

[আরও পড়ুন: রিয়াকে যৌনকর্মী বলে কটাক্ষ? প্রশ্ন উঠতেই সাফাই সুশান্ত সিং রাজপুতের দিদির ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement