সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সম্পর্কের টানা পোড়েনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুদেশের শিল্প-সংস্কৃতি। এক সময় যেখানে পাক শিল্পীদের এদেশে আনগোণা লেগেই থাকত এবং পাকিস্তানেও উড়ে যেতেন ভারতীয় শিল্পীরা। সেখানে ২০১৬ সালে উড়ি হামলার পর ভারতে পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়। ২০১৬ সালের উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদেরও ব্যান করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এমনকি এই নিয়ে বম্বে হাইকোর্টে মামলাও পর্যন্ত হয়।
উরি হামলার পরই পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে বম্বে হাইকোর্টে আবেদন করেন এক সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি, যে মামলার শুনানি হয়েছে গত মঙ্গলবার।
[আরও পড়ুন: রাবণ দহন করতে গিয়ে ধনুকই চালাতে পারলেন না কঙ্গনা! ধেয়ে এল কটাক্ষ]
আবেদনকারী পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন। সেই পিটিশন খারিজ করে দিল বিচারপতি সুনীল বি শুক্রে এবং বিচারপতি ফিরদৌস পি পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে স্পষ্ট জানানো হয় ‘শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়ানোর প্রয়াস, শান্তিরক্ষার চেষ্টা এবং একতার পরিবেশ বজায় রাখা উচিত। আর এ উদ্দেশ্য নিয়ে কোনও শিল্পী পাকিস্তান থেকে এই দেশে এলে তাঁকে বাধা দেওয়া উচিত নয়’।
শিল্পীমহল মনে করছেন বম্বে হাই কোর্টের এই মন্তব্য বেশ ইতিবাচক। দুই দেশের শিল্প ও সংস্কৃতির উন্নতির জন্য এই ধরনের পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।