shono
Advertisement

Breaking News

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতির শ্লীলতাহানির অভিযোগ খারিজ

মামলা খারিজ বম্বে হাইকোর্টে৷ The post নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতির শ্লীলতাহানির অভিযোগ খারিজ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Oct 10, 2018Updated: 09:10 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট৷ বছর চারেক আগে শিল্পপতি নেস ওয়াদিয়া তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷ বুধবার বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়৷

Advertisement

ঘটনাটি ২০১৪ সালের ৩০ মে’র। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব খেলার সময় ঘটনাটি ঘটে। সেই সময় প্রীতি ও নেস দুজনেই কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার ছিলেন। প্রীতি জিন্টার অভিযোগ, ম্যাচ চলাকালীন টিকিট বন্টন নিয়ে দলের এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন নেস ওয়াদিয়া। সেই সময় প্রীতি তাঁকে শান্ত হতে বলেন। কিন্তু নেস তখন তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন প্রীতি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের ১৩ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ নম্বর ধারায় শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

[ফের #MeToo-র শিকার অলোক নাথ, এবার সরব অভিনেত্রী সন্ধ্যা]

তারপরেই আদালতের দ্বারস্থ হন নেস ওয়াদিয়া৷ এই মামলা প্রত্যাহারের আবেদন জানান তিনি৷ প্রীতি জিন্টার অভিযোগ খারিজ করে দিয়ে শিল্পপতি বলেন, ‘‘ওইদিন যা ঘটেছিল, সেটি আদতে ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয়৷’’ সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি মোরে ও বিচারপতি ডাংরের ডিভিশন বেঞ্চ প্রীতি ও নেস দুপক্ষকেই মামলা আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার উপদেশ দেন। প্রীতি জিন্টার আইনজীবী নেসকে ক্ষমা চাওয়ার আবেদন জানান৷ বুধবার দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর শ্লীলতাহানির মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ৷ আদালতের রায়ে স্বস্তি পেয়েছেন নেস ওয়াদিয়া৷ তবে প্রীতি জিন্টা মোটেও খুশি নন৷ সুবিচার পাননি বলেও অভিযোগ করেন অভিনেত্রীর আইনজীবী৷

The post নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতির শ্লীলতাহানির অভিযোগ খারিজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement