সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্ব নিয়ে বড়সড় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) আগে বিরাট কোহলিদের এইভাবেই হুঁশিয়ারি দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। সেই নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয়েছে বিতর্ক।
দিনকয়েক আগে সুনীল গাভাসকর স্পষ্ট বলেন, রোহিত যদি প্রথম টেস্টে খেলতে না পারেন, তা হলে গোটা সিরিজেই তাঁকে আর অধিনায়কত্ব করতে দেওয়া উচিত নয়! উচিত, বুমরাহকে গোটা সিরিজের জন্য অধিনায়কত্ব দিয়ে দেওয়া! ফিরে এলে রোহিত সাধারণ প্লেয়ার হিসেবে খেলতে পারেন। কিন্তু অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দেওয়া তখন ঠিক হবে না।
খানিকটা সেই সুরই শোনা গিয়েছে হরভজন সিংয়ের গলাতেও। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভাজ্জি বলেন, "ভারতীয় সমর্থকরা খুব তাড়াতাড়িই নিজেদের মতামত বদলে ফেলেন সোশাল মিডিয়ায়। আজ যদি বুমরাহর নেতৃত্বে প্রথম টেস্টে জয় পায় ভারত, তার পরে যদি রোহিতের নেতৃত্ব দ্বিতীয় টেস্ট হারতে হয় তাহলে ব্যাপক সমালোচনা শুরু হবে সোশাল মিডিয়ায়। তখন ভারতীয় সমর্থকরা একযোগে দাবি করবেন বুমরাহকেই পাকাপাকিভাবে অধিনায়ক করে দেওয়া হোক।"
ভাজ্জি আরও বলেন, প্রথম টেস্টে ভারত হারলে এই ক্রিকেটভক্তরাই একযোগে দাবি করবেন, হিটম্যানকে দ্রুত ফিরিয়ে আনা হোক অধিনায়ক হিসাবে। আবার যদি রোহিত-বুমরাহ দুজনের নেতৃত্বেই ভারত হারে, তখন আমজনতা চাইবে বিরাটকে ক্যাপ্টেন করা হোক। তবে বিশ্বকাপজয়ী তারকা স্পষ্ট বলেন, গাভাসকরের সঙ্গে তিনি সেভাবে সহমত পোষণ করছেন না। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যেভাবে মতামত দেন সোশাল মিডিয়ায়, তার ভিত্তিতেই বলছেন ভাজ্জি। যদিও ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, গোটা সিরিজেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে বুমরাহর।