সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বা টেস্টে ব্যাকফুটে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ বোলিং বিভাগ। বুমরাহ ছাড়া কেউ নজর কাড়তে ব্যর্থ। এর মধ্যে মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা। পেসার আকাশ দীপের উদ্দেশ্যে তীব্র বাক্যবাণ হানলেন ভারতীয় অধিনায়ক।
ঠিক কী ঘটল ব্রিসবেনে? ঘটনার সূত্রপাত ম্যাচের তৃতীয় দিনে। ততক্ষণে রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। ১১৪তম ওভারে বল করতে আসেন বাংলার পেসার আকাশ দীপ। সামনে ছিলেন অ্যালেক্স ক্যারি। ফুল লেংথের বল এতটাই বাইরে করেন যে তা ওয়াইড হয়ে যায়। অনেকটা ঝাঁপিয়ে কোনও রকম বল ধরেন উইকেটকিপার ঋষভ পন্থ। নতুবা অতিরিক্ত চার রানও জুড়ে যেতে পারত অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে।
আর তাতেই বেজায় খেপে যান রোহিত শর্মা। এমনিতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সামনে নখদন্তহীন দেখিয়েছে ভারতীয় বোলিংকে। সেখানে লাইন-লেংথ হীন বল দেখে বেজায় ক্ষীপ্ত ভারত অধিনায়ক। আকাশ দীপকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আরে, মাথায় আদৌ কিছু নাকি?" স্ট্যাম্প মাইকে ধরা পড়ে রোহিতের মন্তব্য। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, ম্যাচ যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, সেটার বিরক্তিই ঝড়ে পড়েছে রোহিতের কণ্ঠে।
পরে অবশ্য ক্যারির উইকেট পান আকাশ দীপ। ৯৫ রান খরচ করে একটি মাত্র উইকেটই সংগ্রহ করতে পারেন তিনি। মহম্মদ সিরাজ ৯৭ রান দিয়ে তোলেন ২ উইকেট। একমাত্র জশপ্রীত বুমরাহই ধাক্কা দিতে পেরেছেন অজি ব্যাটারদের। ৬টি উইকেট পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৪৪৫ রান। সেখানে তৃতীয় দিনের শেষে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।