shono
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

'নিউজিল্যান্ড সিরিজ ভুলে যাও', অস্ট্রেলিয়ায় রোহিত-বিরাটদের সাফল্যের মন্ত্র দিলেন কপিল দেব

কী পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?
Published By: Arpan DasPosted: 08:17 PM Nov 07, 2024Updated: 08:17 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে দুবারই বর্ডার গাভাসকর ট্রফি জিতে এসেছিল ভারত। এবারের ছবিটা অবশ্য অন্যরকম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর দুশ্চিন্তা ঢুকেছে সমর্থকদের মধ্যে। চেনা ছন্দে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো মহাতারকাও। কীভাবে হ্যাটট্রিক করা সম্ভব অস্ট্রেলিয়ায়? কোন মন্ত্রে ফর্মে ফিরবেন রোহিত-বিরাট? সেই বিষয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

Advertisement

২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাসকর ট্রফি। কিন্তু তার আগে দেশের মাটিতে কিউয়িদের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই, সেই চাপ মাথায় নিয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে গম্ভীর বাহিনীকে। রানে ফিরতে হবে রোহিত-বিরাটকেও। সেই বিষয়ে কপিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "নিজেদের মতো খেলতে বলব ওদের। রোহিত আর বিরাট গত ১৫ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। ওরা সেরাদের মধ্যে পড়ে। তবে মাঝেমধ্যে একটু বেশি মনোযোগ দিতে হবে। আমি শুধু বলব মাঠে যাও, মজা করো, নিজেদের খেলা খেলো। আগের সিরিজে কী হয়েছে ভুলে যাও।"

অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে একটা দিনরাতের পিঙ্কবল টেস্টও আছে। কপিল অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর বক্তব্য, "যদি আগের সিরিজটা ভোলা যায়, তাহলে ভারতীয় দল ভালোই খেলছে। আমি চাই, একটু ভাগ্যের সাহায্য পাক। যদি কোনও সমস্যা হয়, তাহলে সেটা দ্রুত ঠিক করে নিক। আমরা দেশের স্পিনার, ব্যাটারদের জন্য গর্বিত। বর্ডার গাভাসকর ট্রফির জন্য ওদের শুভেচ্ছা। খারাপ সময় কেটে গিয়েছে। এখন ইতিবাচক দিকগুলোতে নজর দেওয়া যাক। আশা করি, ওরা ওখানে গিয়ে ভালো খেলবে। এটুকুই শুধু রোহিতদের বলতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে দুবারই বর্ডার গাভাসকর ট্রফি জিতে এসেছিল ভারত।
  • এবারের ছবিটা অবশ্য অন্যরকম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর দুশ্চিন্তা ঢুকেছে সমর্থকদের মধ্যে।
  • চেনা ছন্দে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো মহাতারকাও।
Advertisement