shono
Advertisement

শহরে উষসী কাণ্ডের ছায়া, এবার হেনস্তার শিকার সোনাজয়ী মহিলা বক্সার

পুলিশের সাহায্য চেয়েও পাননি, অভিযোগ বক্সার সুমন কুমারীর৷ The post শহরে উষসী কাণ্ডের ছায়া, এবার হেনস্তার শিকার সোনাজয়ী মহিলা বক্সার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:05 PM Jun 28, 2019Updated: 12:23 AM Jun 29, 2019

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ফের শহরে উষসী কাণ্ডের ছায়া৷ এবার প্রকাশ্য দিবালোকে হেনস্তার শিকার হলেন জাতীয় স্তরের বক্সার সুমন কুমারী৷ অভিযোগ, শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার মোমিনপুর এলাকায় সোনাজয়ী এই বক্সারকে হেনস্তা করে এক যুবক৷ প্রথমে গালিগালাজ করা হয় সুমন কুমারীকে৷ এরপর তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত৷ এবং সম্পূর্ণ ঘটনাটাই ঘটে সেখানে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের সামনে৷ কিন্তু দেখেও কোনও সাহায্য করেননি ওই অফিসার৷ ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। 

Advertisement

[ আরও পড়ুন: ‘সংখ্যালঘু নয়, প্রত্যেকের জন্য স্কুলে ডাইনিং হল’, বিতর্কে জল ঢেলে নয়া ঘোষণা রাজ্যের ]

জানা গিয়েছে, রাইটার্সে কাজ করেন বক্সার সুমন কুমারী৷ ঘটনার সময় কর্মস্থলেই যাচ্ছিলেন তিনি৷ ফেসবুকে ঘটনার বিবরণ দিয়ে বক্সার সুমন কুমারী জানান, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ স্কুটি করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি৷ খিদিরপুরের মোমিনপুরের কাছে, হঠাৎই তাঁর স্কুটির সামনে চলে আসে বছর ২৫-এর এক যুবক৷ এরপর তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে ওই যুবক৷ তাঁকে হুমকিও দেওয়া হয়৷ এবং তাঁর উপর চড়ও হয় অভিযুক্ত৷ সুমন কুমারী জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তিনি৷ ওই যুবকের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ এরপর পুলিশের সাহায্য চাইতে এগিয়ে যান তিনি৷ কিন্তু সেখানে আরও বিপদ বাড়ে৷ তাঁর অভিযোগ, গোটা ঘটনাটাই ঘটেছে সেখানে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের সামনে৷ এবং সাহায্য চাইলেও, ওই অফিসারের কোনও সাহায্য পাননি তিনি৷ বরং অফিসার তাঁকে বলেন, থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে৷

[ আরও পড়ুন:  সম্মান প্রদর্শন জ্যোতি বসু-দেবেন মাহাতোকে, বিরোধীদের প্রতি সৌজন্য মমতার]

ফেসবুকে ঘটনার বর্ণনা শেষে যদিও কলকাতা পুলিশের উপর আস্থা রেখেছেন এই জাতীয় বক্সার৷ দোষীদের যথাযথ শাস্তির দাবি তুলেছেন তিনি৷ সুমন কুমারী পুলিশের উপর ভরসা রাখলেও, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সদ্যই ঘটে যাওয়া উষসী কাণ্ডের পর তৎপর হয়েছিল কলকাতা পুলিশ৷ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের সমস্ত থানায় এসওপি জারি করেছিলেন৷ জেলার থানাগুলির জন্য ‘জিরো এফআইআর’ নির্দেশিকা চালু হয়েছিল৷ কিন্তু উষসী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই জাতীয় স্তরের মহিলা বক্সারের হেনস্তার ঘটনায় পুলিশের ভূমিকা দেখে হতাশা চেপে রাখতে পারছেন না শহরবাসীদের একাংশ৷

The post শহরে উষসী কাণ্ডের ছায়া, এবার হেনস্তার শিকার সোনাজয়ী মহিলা বক্সার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement