সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি কয়েকদিন আগেই বিতর্কে ফারহান আখতার অভিনীত ‘তুফান’ (Toofan)। ছবিতে লাভ জেহাদের (Love Zihad) প্রচার করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।
এই শুক্রবার আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে ফারহানের ছবি ‘তুফান’। রাকেশ ওমপ্রকাশ মেহরার (Rakeysh Omprakash Mehra) পরিচালনায় ছবিতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। উইকিপিডিয়াতে ম্রুণালের চরিত্রের নাম দেওয়া রয়েছে অনন্যা। তবে নেটদুনিয়ায় অনেকে চরিত্রটির নাম পূজা লিখেছেন। নাম যাই হোক এক হিন্দু চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল। আর ফারহানের চরিত্রের নাম আজিজ আলি। তাতেই আপত্তি নেটদুনিয়ার একাংশের। এতে লাভ জেহাদের প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।
[আরও পড়ুন: ৬ মাস পর মেয়ের ছবি পোস্ট করলেন অনুষ্কা, ছোট্ট ভামিকাকে নিয়ে কী লিখলেন বিরাটপত্নী?]
জুন মাসের শেষে ‘তুফান’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছেন ফারহান। করোনা (Corona Virus) আবহে প্রথমে ছবিটি সিনেমার পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। তারপর ঠিক হল, ওটিটিতেই মুক্তি পাবে তুফান। কিন্তু এই সিদ্ধান্তেও নানা সমস্যা। প্রথমে এপ্রিল, তারপর মে, বার বার মুক্তির তারিখ পিছিয়ে শেষমেশ ১৬ জুলাই অ্যামাজনে মুক্তি পেতে চলেছে ছবিটি। ফারহান-ম্রুণাল ছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, বিজয় রাজ, সুপ্রিয়া পাঠক।