shono
Advertisement

পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু দমকলকর্মীর

আহত আরও দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক৷
Posted: 12:27 AM Jan 02, 2017Updated: 06:57 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল দমকলকর্মীর৷ মুম্বইয়ের ন্যাশনাল বার্ন সেন্টারে মৃত্যু হয় রাজেন্দ্র ভোজনে নামে ওই দমকলকর্মীর৷ ঘটনায় আহত হয়েছেন দমকলের আরও দুই কর্মী৷ তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Advertisement

ডিসেম্বর মাসের ১০ তারিখ ঘটনাটি ঘটে৷ মুম্বইয়ের ভায়খলার দমকল দফতরে খবর আসে সেন্ট্রাল রেলওয়ের কাছে একটি পাখি হাই টেনশনের তারে ফেঁসে গিয়েছে৷ তাঁকে উদ্ধার করতেই যান রাজেন্দ্র ও তাঁর দুই সঙ্গী সঞ্জয় ও দীনেশ৷ আচমকা হাইটেনশনের তার এসে পড়ে তাঁদের উপর৷ গুরুতর জখম অবস্থায় তিন জনকে বার্ন সেন্টারে নিয়ে আসা হয়৷ সেখানেই শনিবার রাত সাড়ে দশটা নাগাদ রাজেন্দ্রর মৃত্যু হয়৷ বাকিদের অবস্থাও শঙ্কাজনক৷ দু’জনকেই বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement