shono
Advertisement

‘মাও’ আতঙ্ক উপেক্ষা করেই এই রেললাইন সুরক্ষিত রাখেন একা সাবিত্রী

ভয় পেলে পেট চলবে কেমন করে? তাই রোজ সাত কিলোমিটার হেঁটে লাইন পরীক্ষা করেন৷ The post ‘মাও’ আতঙ্ক উপেক্ষা করেই এই রেললাইন সুরক্ষিত রাখেন একা সাবিত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Feb 23, 2017Updated: 11:50 AM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বস্তার৷ জঙ্গলে ঘেরা ছত্তিশগড়ের এই এলাকা যেন মাওবাদীদের স্বর্গরাজ্য৷ মাসে একটা-দু’টো লাশ তো পড়েই যায়৷ বিস্ফোরণ, রেললাইনের ফিশপ্লেট চুরি তো সাধারণ ঘটনা৷ নিরাপত্তাকর্মীরা পর্যন্ত একটু ভিতরের দিকে প্রবেশ করার আগে দু’বার চিন্তা করেন৷ এমন দুর্গমস্থানের ভারতীয় রেলের ভরসা সাবিত্রী নাগ যাদব৷ দিনের পর দিন মাও ‘জুজু’র ভয় উপেক্ষা করে ভারতীয় রেলের লাইন পরীক্ষকের কাজ করে যাচ্ছেন ৩৫ বছরের এই মহিলা৷

Advertisement

ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল

২০০৬ সালে বাবা মারা যাওয়ার পর খালাসি হিসেবে ভারতীয় রেলে যোগ দেন সাবিত্রী৷ কিছু সময় পর থেকেই নিয়মিত লাইন পরীক্ষার এই কাজ করে চলেছেন তিনি৷ শীত-গ্রীস্ম-বর্ষা, প্রতিদিন গীদাম থেকে কুলনুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা রেলের লাইন ধরে হেঁটে যান৷ ভাল করে দেখেন কোথাও কোনও ফাটল আছে কিনা, কোথাও কী দুষ্কৃতীরা ফিশপ্লেট খুলে নিয়ে গিয়েছে? লাইনের উপর বেশি পাথর জমা হয়ে থাকলে তা সরিয়ে দেন নিজের হাতেই৷

কাশ্মীরে অন্তঃসত্ত্বা মহিলাকে প্রাণে বাঁচালেন ভারতীয় জওয়ানরা

যেই কাজ করতে অতি বড় সাহসীরও বুক কেঁপে যেতে বাধ্য, তা তিনি এত সহজে করে ফেলেন৷ ভয় করে না? প্রশ্নের উত্তরে সাবিত্রীর উত্তর, ভয় পেলে পরিবারের পেট চলবে কেমন করে৷ নিজের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তিনি৷ এই কাজে স্থানীয়দের সাহায্যও পান সাবিত্রী৷ পথচলতি মানুষ হামেশা তাঁকে খাবার ও জল দিয়ে যান৷ কারণ সাবিত্রীকে তাঁরা নিজেদের আপনজনই মনে করেন৷

প্রতিদিন বস্তারের এই লাইন দিয়ে দুই ডজনেরও বেশি পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন যায়৷ সব যাত্রীরা যাতে নির্বিঘ্নে এই পথটুকু পার হতে পারেন, তা রোজ সুনিশ্চিত করেন মাওবাদী অধ্যুষিত এলাকায় ভারতীয় রেলের এই একমাত্র মহিলা ফিল্ড স্টাফ৷

সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

The post ‘মাও’ আতঙ্ক উপেক্ষা করেই এই রেললাইন সুরক্ষিত রাখেন একা সাবিত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement