সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Rai, Abhishek Bachchan) দাম্পত্য কলহ প্রায় বছরখানেক ধরেই চর্চার শিরোনামে। নিন্দুকদের চর্চার অন্ত নেই! ডিভোর্সের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের বাহুডোরে ধরা দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার আরও কাছাকাছি জুনিয়র বচ্চন দম্পতি। মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বর্যর ওড়না সামাল দিলেন অভিষেক। আর সেই মিষ্টি ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেও সময় নেয়নি।
বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ছোট থেকেই সেই স্কুলের পড়ুয়া আরাধ্যা (Aaradhya)। এবার সেই অনুষ্ঠানেই একফ্রেমে হাসিখুশি মেজাজে ধরা দিলেন অভিষেক-ঐশ্বর্য। দাদু অমিতাভ বচ্চনও উপস্থিত ছিলেন নাতনির পারফরম্যান্স দেখতে। এদিন সেখানে হাজির ছিলেন সইফ-করিনাও। কারণ তাঁদের দুই সন্তানও ধীরুভাই আম্বানি স্কুলের পড়ুয়া। তবে সবার থেকে লাইমলাইট কেড়ে নিয়ে যে অভিষেক-ঐশ্বর্য স্পটলাইটে, তা বলাই বাহুল্য! দম্পতিকে আবার রং মিলান্তি পোশাকেও দেখা গেল। অভিষেক-ঐশ্বর্য দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। প্রবেশ পথেই দেখা গেল, স্ত্রীয়ের ওড়না মাটিতে লুটিয়ে পড়তে দেখে পিছন থেকে সামলে দিলেন অভিষেক।
অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোর প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। এবার মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ডিভোর্সের গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়ে কাছাকাছি ধরা দিলেন তাঁরা। উল্লেখ্য, অমিতাভ এলেও ঠাকুমা জয়া বচ্চন কিন্তু আসেননি নাতনির স্কুলের অনুষ্ঠানে। গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। শোনা গিয়েছিল, মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ অভিষেক বচ্চনের।