স্টাফ রিপোর্টার: কেকেআরে ব্রেন্ডন ম্যাকালাম জমানা কি শেষ? সরকারিভাবে এখনও কোন বয়ান আসেনি। কিন্তু ইঙ্গিত তেমনই। সব কিছু ঠিকঠাক চললে, নাইটদের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হওয়ার পথে ম্যাকালাম (Brendon McCullum)।
খবর যা, তাতে প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়কের ইংল্যান্ডের টেস্ট টিম কোচ হওয়া প্রায় পাকা। রব কি ইসিবি ডিরেক্টর হয়ে আসার পর দু’টো কাজ করেছেন। এক, জো রুটের (Joe Root) জায়গায় অলরাউন্ডার বেন স্টোকসকে (Ben Stokes) টেস্ট অধিনায়কের মসনদে বসিয়েছেন। আর দুই, ম্যাকালামকে নিয়ে আসার প্রচেষ্টা শুরু করেছেন। যা জানা যাচ্ছে, তাতে নিউজিল্যান্ডের হয়ে ১০১ টেস্ট খেলা বিস্ফোরক ব্যাটারের কাছে ইতিমধ্যে সরকারি প্রস্তাব চলে গিয়েছে। ম্যাকালাম তাতে নাকি সম্মতিও দিয়ে দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়েই ম্যাকালাম ইংল্যান্ডের কোচ হিসাবে কাজ শুরু করবেন।
[আরও পড়ুন: ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারেও]
এই প্রথম নয়। এই নিয়ে দু’বার কেকেআরের কোচকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে ইংল্যান্ড টিমের দায়িত্ব দিতে চলেছে ইসিবি (ECB)। এর আগে ট্রেভর বেলিংস যখন নাইট রাইডার্স (KKR) কোচ ছিলেন, তখন তাঁকেও পরে ইংল্যান্ডের কোচ করেছিল তারা। তবে সীমিত ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ড কোচ হচ্ছেন না ম্যাকালাম। তিনি শুধু থাকবেন টেস্ট টিমের দায়িত্বে। কারণ প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক নিজেই তা চান না।
[আরও পড়ুন: এবার আপনার সব অ্যাকাউন্টে নজরদারি চালাবে সরকার! বড় বদল এল ব্যাংকের লেনদেনের নিয়মে]
ম্যাকালাম ইংল্যান্ডের কোচ হয়ে যাওয়ার অর্থ নাইট রাইডার্সের কোচ হিসাবে তাঁর সফরে ইতি। নাইট কোচ হিসাবে ২০১৯ সালে অভিযান শুরু করেন ব্রেন্ডন। তবে নাইট কোচ হিসাবে বিরাট কিছু সাফল্য তাঁর নেই। গতবছর কেকেআর আইপিএলের ফাইনালে উঠলেও ট্রফি জেতেনি। এবছর প্লে-অফে যাওয়াটাও কঠিন বলে মনে হচ্ছে। তবে নাইটদের আরেক ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL) জিতেছেন ব্রেন্ডন।