সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোরবি সেতু বিপর্যয়ের পর এক বছরও কাটেনি। তার মধ্যেই ফের গুজরাটে (Gujarat) ভেঙে পড়ল একটি সেতু। জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতু ভেঙে পড়ে ভেসে যান অন্তত ১০ জন। তার মধ্যে এখনও ৬ জনের খোঁজ মেলেনি। সুরেন্দ্রনগরের এই সেতু ভেঙে নদীতে ডুবে গিয়েছে বেশ কয়েকটি বাইক, গাড়িও। রবিবারের এই ঘটনা উসকে দিয়েছে ২০২২ সালে গুজরাটের মোরবি বিপর্যয়ের স্মৃতি।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোগাভো নদীর উপর নির্মিত ওই সেতুটি প্রায় ৪০ বছরের পুরনো। রবিবার সেতু ধরে যাচ্ছিল একটি ডাম্পার ও দুটি বাইক। সেই সময়েই মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান অন্তত ১০ জন। নদীতে পড়ে যায় ডাম্পার ও বাইকগুলো।
[আরও পড়ুন: গনেশ পুজোর মণ্ডপে নাচতে নাচতে মৃত্যু যুবকের! প্রকাশ্যে মর্মান্তিক ভিডিও]
খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। তাঁদের উদ্যোগেই ৪ জনকে নদী থেকে উদ্ধার করা হয়। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা গিয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া আরও ৬ জনের। পুলিশ ও সরকারি আধিকারিকদের নজরদারিতে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে স্থানীয়দের আশঙ্কা, ওই ৬ জনকে হয়তো জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না।
সেতু ভেঙে পড়ার পরেই ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু সংষ্কারের দাবি জানালেও প্রশাসন কান দেয়নি। তবে জেলার কালেক্টর কেসি সম্পথ জানান, ওই সেতুতে ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। তবে সেতু সারানোর জন্য প্রশাসনের অনুমতি মিলেছে, দ্রুত কাজ শুরু হবে বলেই জানান তিনি।