shono
Advertisement
Cooch Behar

বৃষ্টির মাঝে আচমকাই বজ্রপাত, কোচবিহারে মৃত্যু বিএসএফ জওয়ানের

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 05:57 PM Jun 09, 2024Updated: 06:05 PM Jun 09, 2024

বিক্রম রায়, কোচবিহার: আচমকা বৃষ্টি। বাজ পড়ে বিএসএফ জওয়ানের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হচ্ছে জওয়ানের বাড়িতে।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম এস ইনাও সিং। মণিপুরের বাসিন্দা তিনি। দিনহাটার গিতালদহের খাদিজা হরিদাস এলাকায় ডিউটিতে ছিলেন তিনি। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হল এস ইনাও সিং নামে ওই জওয়ানের। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান দিনহাটা ফাঁড়ির পুলিশ ও বিএসএফ জওয়ানদের কর্মকর্তারা। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

প্রসঙ্গত, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও হাওয়া অফিস বলছে, এখনই গরম থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণবঙ্গ। বরং আরও দুদিন তাপপ্রবাহের মেয়াদ বাড়ল পশ্চিমী জেলাগুলিতে। বুধবার পর্যন্ত পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহ চলছে। বুধবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। বৃহস্পতিবারের আগে বর্ষা প্রবেশের সম্ভবনা নেই।

[আরও পড়ুন: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি, বাংলার কপালে মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকা বৃষ্টি। বাজ পড়ে বিএসএফ জওয়ানের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়।
  • ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হচ্ছে জওয়ানের বাড়িতে।
Advertisement