shono
Advertisement

তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্ট বলা আছে খাবারের মান নিয়ে ওই জওয়ানের তোলা অভিযোগ বাস্তবে প্রমাণিত নয়৷ The post তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM Jan 14, 2017Updated: 09:15 AM Jan 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ করে দেশ তোলপাড় করে তুলেছেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। তাঁর ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল৷ তবে বিএসএফ জওয়ান ভিডিওতে খাবার নিয়ে যে অভিযোগ তুলেছেন, তা সঠিক নয়৷ এমনটাই জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা দিল স্বরাষ্ট্র মন্ত্রক৷

Advertisement

(অফিসারদের জুতো পালিশ করতে হয়, ভিডিওয় বিস্ফোরক সেনা)

সেনার সীমান্ত সুরক্ষা বিভাগের ২৯ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন জওয়ান তেজ বাহাদুর৷ জানুয়ারির ৮ তারিখ একটি ভিডিও প্রকাশ করে সেনার নিম্নমানের খাবার সরবরাহের কথা ফাঁস করেন তিনি৷ জম্মু ও কাশ্মীর সীমান্তে কর্মরত সেনারা কী ধরনের খাবার খেয়ে কাজ করেন, চারটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তিনি৷ ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতেই ঝড় ওঠে গোটা দেশে৷ যার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তবে সেনার তরফে দাবি জানানো হয়েছিল, প্রথম থেকেই বিশৃঙ্খল ও মদ্যপ ছিল ওই জওয়ান৷ এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়৷

(সমস্যা হলে আমায় বলুন, বার্তা সেনাপ্রধানের)

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্ট বলা আছে খাবারের মান নিয়ে ওই জওয়ানের তোলা অভিযোগ বাস্তবে প্রমাণিত নয়৷ সীমান্ত এলাকায় সেনাদের জন্য যে খাবার পাঠানো হয়, তার মান খতিয়ে দেখে নেওয়া হয়৷ সব জওয়ান একই মানের খাবার পান৷ তাই এমন অভিযোগ সঠিক বলে জানানো হয়েছে৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জওয়ানদের যে কোনও অভিযোগ স্বাধীনভাবে খতিয়ে দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, এনএসজি এবং আসাম রাইফেলসকে৷ ই-লেটারের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে৷ এই বিষয়টিও পিএমও-তে জানানো হয়েছে৷

(শক্তি বাড়িয়ে আরও ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত)

The post তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement