জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাতের অন্ধকারে চোরাপথে দামি ইঞ্জেকশন, ট্যাবলেট বাংলাদেশে পাচারের পরিকল্পনা বানচাল। বিএসএফ জওয়ানদের নজরে পড়ায় প্যাকেটগুলি ফেলে পালিয়ে যায় ওই পাচারকারীর দল৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার রনঘাট সীমান্ত এলাকায়৷
বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের কর্মরত জওয়ানেরা রাত দশটা নাগাদ কয়েকজন চোরাকারবারীকে দেখতে পান। ওই পাচারকারীরা রনঘাট এলাকায় সীমান্তের দিতে যাচ্ছিল। জওয়ানরা তাদের ধরতে যায়। পাচারকারীরা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা দুটি বস্তা ফেলে যায়।
[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]
জওয়ানেরা বস্তাগুলিতে তল্লাশি চালায়। তার মধ্যে ওষুধ ও ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে। মোট ৪২০ প্যাকেট Asporelix 0.25mg ইঞ্জেকশন এবং ৬০ প্যাকেট Buserelin 7mg ইঞ্জেকশন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ওষুধগুলি বাগদা থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ৷