shono
Advertisement

পাকিস্তানের সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় নয়, জানাল বিএসএফ

একদিকে গুলির লড়াই, অন্যদিকে মিষ্টি বিনিময় যে একসঙ্গে চলতে পারে না, দ্বিধাহীনভাবে তা জানিয়ে দিল ভারতীয় সেনা৷ The post পাকিস্তানের সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় নয়, জানাল বিএসএফ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Oct 30, 2016Updated: 11:34 AM Oct 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গুলির লড়াই, অন্যদিকে মিষ্টি বিনিময় যে একসঙ্গে চলতে পারে না, দ্বিধাহীনভাবে তা জানিয়ে দিল ভারতীয় সেনা৷  পাকিস্তানের সঙ্গে কোনওরকম শুভেচ্ছা বিনিময় করতে নারাজ জওয়ানরা৷

Advertisement

ওয়াঘা সীমান্তে এই মিষ্টি বিনিময় দুই দেশের সৌভাতৃত্ব বজায় রাখার প্রথা৷  স্বাধীনতা দিবস, দিওযালির মতো উপলক্ষ্যে তা করা হয়ে থাকে৷ কিন্তু মাঝে মধ্যেই সন্ত্রাস সমস্যা থাবা বসায় এই শুভেচ্ছায়৷  কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বেশি করে জাগিয়ে তোলে সম্পর্কের কাঁটাতার৷  ঠিক যেমন এবারও৷  দুই দেশ সরকারিভাবে যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধের খেকে কম কিছু হচ্ছে না সীমান্তে৷  উরি হামলার পর বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷  ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ পর্যন্ত করেছে পাক জঙ্গিরা৷  সাধারণ মানুষ বিশেষত মহিলা ও শিশুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে৷  জঙ্গিদের ভারতের মাটিতে ঢুকতে সরাসরি সাহায্য করছে পাক রেঞ্জার্সরা৷  এই যখন পরিস্থিতি তখন মিষ্টির শুভেচ্ছা ঠুনকো মাত্র৷  আর তাই তা নিতে প্রত্যাখ্যান করলেন জওয়ানরা৷  বিএসফ-এর তরফে জানিয়ে দেওয়া হল এবার পাকিস্তানের তরফে কোনও শুভেচ্ছা গ্রহণ করা হবে না৷

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিজেদের মতো করে দিওয়ালি পালন করছেন জওয়ানরা৷  আর এস পুরা থেকে বিকানিরে ধরা পড়ল সে ছবি৷

 

The post পাকিস্তানের সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় নয়, জানাল বিএসএফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement