সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের (Gujarat) সুরাট শহরে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল একটি বহুতল। এই ঘটনায় আহতের সংখ্যে কমপক্ষে ১৫ জন। ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ।
গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে সুরাটে। এর জেরেই সচিন পালি গ্রামের বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। জেলাশাসক ড. সৌরভ পারধি জানান, ছয় তলা বাড়িটি আচমকাই ভেঙে পড়ে শনিবার। ভিতরে ৪-৫ জন আটকে থাকতে পারে। ইতিমধ্যে এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিআরএফ (NDRF), দমকল এবং পুলিশ যৌথভাবে কাজ করছে।
সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট জানান, শনিবার দুপুর ৩টে নাগাদ ভেঙে ছয় তলা বাড়িটি ভেঙে পড়ে। ৩০টি ফ্ল্যাট ছিল সেখানে। পাঁচ থেকে ছ’টি পরিবার থাকত। তিনি আরও জানান, বহুতল ধসে পড়ার পাঁচ মিনিট পরে থানায় খবর পায়। জেলাশাসকের সুরে অনুপম বলেন, ভিতরে ৪-৫ জন আটকে থাকতে পারে।