সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) বৃন্দাবনে (Vrindavan)। বাঁকে বিহারীর মন্দিরের কাছেই একটি বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ৫ জনের। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন প্রায় ১২ জন। তারও বেশি লোকের চাপা পড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে।
সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে কীভাবে বাড়িটির ব্যালকনি ভেঙে পড়ছে একটি গাড়ির উপরে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকায় পৌঁছায় জেলা প্রশাসন ও পুলিশ কর্মীদের দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। মথুরার অতিরিক্ত মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। বিভিন্ন হাসপাতালে তাঁরা ভরতি রয়েছেন। সেখানেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ‘উনি ইটালির স্বাধীনতা দিবসে যাবেন’, লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিত খাড়গেকে খোঁচা বিজেপির]
উল্লেখ্য, বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দিরে গত ৩ দিন ধরে ব্যাপক পুণ্যার্থী সমাগম হয়েছে। ভিড় সামলাতে হিমশিম প্রশাসন। যে কোনও সময় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই আশঙ্কায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে পুরনো ওই বাড়ি ভেঙে ঘটে গেল এমন দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।