shono
Advertisement

খাস কলকাতার ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮ গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের

বাসচালককে আটক করা হলেও পলাতক বাসের খালাসি ও কনডাক্টর।
Posted: 02:02 PM Jun 28, 2023Updated: 02:04 PM Jun 28, 2023

নিরুফা খাতুন: দিন কয়েক আগে রাতের শহরে বাসের ধাক্কায় প্রাণ গিয়েছিল তিনজনের। তারপরেও হুঁশ ফেরেনি বাস চালকদের। এদিন ফের তার প্রমাণ মিলল। শহরের ব্যস্ত রাস্তায় ঘটে গেল বাস দুর্ঘটনা। গাড়ি ঠাসা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ৮ গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে এস পি মুখার্জি রোডে। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসচালককে আটক করা হলেও পলাতক বাসের খালাসি ও কনডাক্টর।

Advertisement

এদিন বেলা পৌনে ১২টা নাগাদ যাত্রীবোঝাই বাসটি চারু মার্কেট থেকে এক্সাইডের দিকে যাচ্ছিল। সেই সময় টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সামনে থাকা পর পর আটটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। এরমধ্য়ে চারচাকা ও দুচাকাও ছিল। তবে বাসের ধাক্কায় কেউ গুরুতর আহত হননি। বাসের যাত্রীদেরও বড় কোনও আঘাত লাগেনি। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।

[আরও পড়ুন: ৫ দিনেই আদ্রার TMC নেতা খুনের কিনারা, সিন্ডিকেটের ‘বখরা’ না পাওয়াতেই খুন! গ্রেপ্তার মূল অভিযুক্ত]

দুর্ঘটনার পর বাসচালককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ। তবে গাড়ির খালাসি ও কনডাক্টর পলাতক। তাঁদের খোঁজ চলছে। বাসচালক মদ্যপ ছিলেন না কি যান্ত্রিক কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগে লেকটাউনের কাছে বাসের ধাক্কায় প্রাণ গিয়েছিল একই পরিবারের তিনজনের। সেই স্মৃতি এদিন আরও একবার তাজা হয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ৫ দিনেই আদ্রার TMC নেতা খুনের কিনারা, সিন্ডিকেটের ‘বখরা’ না পাওয়াতেই খুন! গ্রেপ্তার মূল অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement