আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ফের ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহবধূর। মৃতের নাম ঋতু গুপ্তা (৪২)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে মৃতার বছর সাতেকের শিশুকন্যা বিচ্ছা গুপ্তা। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিএন বোস হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। পুলিশ ঘাতক বাসটিকে ধরতে পারলেও চালক পলাতক। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাকপুর-চিড়িয়ামোড়ের কাছে পাইক রোডে।
[গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা]
জানা গিয়েছে, পাইক রোড লাগোয়া এলাকাতেই ঋতু গুপ্তার বাড়ি। এদিন সকালে মেয়েকে স্কুলে দিতেই বেরিয়েছিলেন। বাড়ি লাগোয়া বাস রাস্তাতে তখন গাড়ির ভিড়। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি। একটা সময় গাড়ির সংখ্যা কমলে মেয়েকে নিয়ে রাস্তা পেরতে যান ঋতুদেবী। ততক্ষণে ৮১ নম্বর রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়েছে। সামনে যে বাচ্চাকে নিয়ে রাস্তা পেরচ্ছেন মহিলা, পিছনের বাসের চালকের সেদিকে খেয়াল নেই। সামনের বাসের চালক গাড়ির গতি শ্লথ করতেই ওভারটেক করে হুড়মুড়িয়ে এসে পড়ে পিছনের বাসটি। কোনও কিছু বোঝার আগেই উদ্যত বাসের চাকায় পিষ্ট হয়ে যান ওই গৃহবধূ। তাঁর হাত থেকে ছিটকে গিয়ে পড়ে শিশুকন্যা। ততক্ষণে ঘাতক বাস সমেত দুর্ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে চালক। স্থানীয়রাই তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে বিএন বোস হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মেয়ে বিচ্ছাকে সেখানেই ভরতি করা হয়। তার মাথায় চোট লেগেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে শহরের ট্রাফিক পুলিশ। বারাকপুর স্টেশনের কিছু আগে ঘাতক বাসটিকে ধরে ফেলে। তবে চালক পলাতক। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা]
The post বারাকপুরে দুটি বাসের রেষারেষি, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর appeared first on Sangbad Pratidin.