সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ব্যস্ত সময়েই হাওড়া ব্রিজে উলটে গেল মিনিবাস। ঘটনায় দুই জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দু’টি বাসের মধ্যে রেষারেষির ফলেই এই ঘটনা ঘটেছে।
[মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেম]
জানা গিয়েছে, হাওড়ার মালিপাঁচঘড়া থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। পথে রাজকাটরার কাছে হাওড়া ব্রিজ থেকে নামার মুখেই এই ঘটনাটি ঘটেছে। আরেকটি বাসের সঙ্গে গতির দৌড়ে টক্কর দিতে গিয়েই নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। গোটা বাসটিই উলটে যায়। সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। ব্যস্ত অফিস টাইমে ভিড় জমে যায় এলাকায়। পথযাত্রীরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই দুই জনকে মৃত ঘোষণা করা হয়।
আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। সকলের চিকিৎসা চলছে। ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের মতো জায়গায় এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অসুবিধায় পড়তে হয় অফিস ও স্কুল-কলেজের যাত্রীদের।
[এবার কেন্দ্রের সম্পত্তি নিশানা মোর্চার, জলবিদ্যুৎ প্রকল্প স্টেশনে আগুন]