shono
Advertisement

মহিলাদের উপর নিষেধাজ্ঞার জেরে লাটে পার্ক-রেস্তরাঁর ব্যবসা, তবু গোঁড়ামি ছাড়তে নারাজ তালিবান

পার্কের রক্ষণাবেক্ষণের খরচ,, কর্মীদের বেতন জোগাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
Posted: 11:03 AM Jun 11, 2023Updated: 11:04 AM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানি (Taliban) ফতোয়ার জেরে লাটে উঠেছে আফগানিস্তানের পার্ক ও রেস্তরাঁর ব্যবসা। থিম পার্কে মহিলার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। আবার রেস্তরাঁয় প্রবেশের উপরও রয়েছে কড়াকড়ি। আর এই সমস্ত নিয়মের বেড়াজালের ফাঁদে পড়ে কাঁদছেন ব্যবসায়ীরা। তাঁদের দেওয়া তথ্য় অনুযায়ী, যেখানে বছর ১৫ হাজার দর্শক থিম পার্কে আসতেন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০০।

Advertisement

বর্তমানে আফগানিস্তানে (Afghanistan) থিম পার্কগুলিতে দর্শক সংখ্যা এতটাই কম যে পার্কের রক্ষণাবেক্ষণের খরচ, কর্মীদের বেতন জোগাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ প্রসঙ্গে জাজিয়ে পার্কে প্রধান হাবিব উল্লা জাজিয়ে জানিয়েছেন, আগে প্রতি শুক্রবার প্রায় ১৫ হাজার দর্শক আসতেন পার্কে। এখন মেরেকেটে ৩০০ দর্শক আসেন। আর দর্শনার্থী সংখ্যা এতটা কমে যাওয়ার মূলে তালিবানের ফতোয়া। কড়া নিয়ম, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আরজি জানিয়েছে আম আফগানরাও। হায়দাতুল্লাহ নামে এক পর্যটক টোলো নিউজকে জানিয়েছেন, গত বছরের তুলনায় এক তৃতীয়াংশ কমেছে পর্যটকের সংখ্যা।

[আরও পড়ুন: খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, নিহতের বাড়িতে অধীর]

একই অবস্থা রেস্তরাঁগুলিরও। এক রেস্তরাঁর ম্যানেজার জইনউল্লাহ দাবি করেছেন, সপ্তাহান্তে পার্ক, থিম পার্ক ও রেস্তরাঁগুলিতে ব্যবসা বাড়ে। কিন্তু তালিবান ২.০ জমানার শুরু থেকেই সেই আয় কমেছে। এর মূল কারণ, মহিলাদের উপর লাগাতার নিষেধাজ্ঞা জারি। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করার আরজি জানিয়েছে রেস্তরাঁর চেনের মালিকরাও।

ক্ষমতায় আসার পর মহিলাদের অধিকার নিয়ে হাজারও প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান ২.০। যদিও কার্যক্ষেত্রে যাবতীয় প্রতিশ্রুতি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। প্রথমে মেয়েদের স্কুল যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। তার পর ধীরে ধীরে উচ্চশিক্ষার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ফরমান জারি করেছিল তালিবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রক। এবার রেস্টুরেন্টে ঢোকার ক্ষেত্রেও মানা করা হয়েছে মেয়েদের। এমনকী, পার্ক, থিম পার্কেও মহিলাদের প্রবেশ নিষেধ।

[আরও পড়ুন: বেঁধে দেওয়া হল ২৩টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম, কবে থেকে স্বস্তি পাবেন গ্রাহকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement