সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি হামলার পালটা দিতে এবার তেল আভিভ লক্ষ্য করে বড়সড় মিসাইল হামলা চালাল হেজবোল্লা। রবিবার অন্তত ৩৪০টি মিসাইল ছোড়া হয়েছে লেবাননের জঙ্গি গোষ্ঠীর তরফে। যদিও ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ২৫০টি রকেট ছোড়া হয়েছিল।
গত শনিবার হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই ক্ষেপণাস্ত্রের কয়েকটি আছড়ে পড়ে লেবাননের সেনার উপরেও। তাতে মৃত্যু হয় এক সেনার। আহত আরও ১৮ জন। ইজরায়েলি হানায় লেবাননে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই হামলার পরেই হেজবোল্লার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, এবার পালটা আক্রমণ শানানো হবে ইজরায়েলের উপর। তেল আভিভের দুটি সেনা ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালায় হেজবোল্লা। ড্রোন এবং মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের একাধিক এলাকায়।
হেজবোল্লার আক্রমণে ইজরায়েলে অন্তত ৪ চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে হেজবোল্লার অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দিয়েছে ইজরায়েলের আয়রন ডোম। যদিও গোটা দেশজুড়ে সাইরেন শোনা গিয়েছে। কারোওর মৃত্যু না হলেও বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে হেজবোল্লার হানায়। সূত্রের খবর, এবার হয়তো সাময়িক যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে ইজরায়েল এবং হেজবোল্লা। আমেরিকার নেতৃত্বে হয়তো যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে পারে দুই পক্ষ।
উল্লেখ্য, গাজার পাশাপাশি লেবাননেও হেজবোল্লার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে ইজরায়েল সেনা। লেবাননে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা ১৪ হাজারের কাছে। এহেন পরিস্থিতিতে কি যুদ্ধবিরতি হবে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে?