জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: অশান্তির জেরে টানা তিনদিন ভারত-বাংলাদেশে বাণিজ্য বন্ধ। থমকে আমদানি-রপ্তানি। পেট্রাপোল সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক। অবশেষে বৃহস্পতিবার সকালে গড়াল ট্রাকের চাকা। পেট্রাপোল বন্দর দিয়ে চালু হল দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি।
Advertisement
বাংলাদেশ অশান্তির কারণে সোমবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। দাঁড়িয়ে থাকে প্রায় সাতশো দক্ষিণ ভারতীয় ট্রাক। এদিন সকাল থেকে দুদেশের মধ্যে বাণিজ্য চালু হল। সকাল আটটা নাগাদ পণ্য নিয়ে বাংলাদেশে গিয়েছে ভারতীয় ট্রাক। বাংলাদেশ থেকেও ট্রাক ভারতে ট্রাক আসা শুরু হয়েছে। বন্দরের ব্যবসায়ীদের দাবি, এবার হয়তো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল বাণিজ্য।