shono
Advertisement

Breaking News

টানা ৫৩ ঘণ্টা তল্লাশি, ইডির হাতে আটক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান

নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।
Posted: 12:20 PM Oct 13, 2023Updated: 12:37 PM Oct 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৫৩ ঘণ্টা জেরার পর আটক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। বাগুইআটির অভিজাত আবাসন থেকে আটক করা হয়েছে তাঁকে। নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।

Advertisement

রেশন বন্টন দুর্নীতি নিয়ে কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নজরে ছিলেন রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তিনি থাকতেন বাগুইআটির একটি অভিজাত আবাসনে। শোনা যায়, এক মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। বুধবার ভোরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। শুক্রবার দুপুর পর্যন্ত চলে টানা তল্লাশি। বেলা ১২ টা নাগাদ আটক করা হয় ব্যবসায়ীকে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। 

[আরও পড়ুন: Durga Puja 2023 Weather Update: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস]  

ইডির সঙ্গে গাড়িতে ওঠার সময় মন্ত্রী যোগ নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি বাকিবুর। শুধু জানান, তিনি ব্যবসায়ী। জানা গিয়েছে, ব্যবসায়ীর বাড়িতে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। যা তদন্ত এগোতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’ করে বেপাত্তা মা! হাড়হিম ঘটনা পুরুলিয়ায়]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement