shono
Advertisement

মেয়ের বিয়েতে গৃহহীনদের বাড়ি উপহার ব্যবসায়ীর

শুধু বাড়ি নয়, উপহারের ঝুলিতে রয়েছে আরও আকর্ষণীয় জিনিস৷ The post মেয়ের বিয়েতে গৃহহীনদের বাড়ি উপহার ব্যবসায়ীর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:02 PM Dec 15, 2016Updated: 04:45 PM Dec 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়েতে উপহার দিলেন ৯০ টি বাড়ি৷ যদিও সবকটাই এক কামরার ঘর৷ ২ একর জমির উপর তৈরি এই বাড়িগুলি তৈরি করতে খরচ হয়েছে দেড় কোটি টাকা৷ অবাক হচ্ছেন তো? রাগও হচ্ছে কিছুটা? ভাবছেন নোট বাতিলের কারণে যেখানে বিয়ের খরচই তুলতে হিমসিম খেতে হচ্ছে সেখানে কি না ৯০টা বাড়ি! ভাবছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়ের মতোই এও কোনও বিলাসবহুল বিবাহ৷ বিলাসবহুল বিয়ে বটে, তবে পুরো কথাটা শুনলে বোধহয় এত রাগও হবে না৷

Advertisement

আরে, ঔরঙ্গাবাদের ব্যবসায়ী অজয় মুন্নত ৯০টি বাড়ি তাঁর মেয়েকে যৌতুক হিসাবে দেননি৷ দিয়েছেন গরিব গৃহহীন মানুষজনকে৷ যাঁদের বড়ি নেই, কিংবা যাঁরা বস্তিতে থাকেন তাঁদেরকে এই বাড়ি উপহার দেওয়া হয়েছে৷ এমনি যাঁরা নেশাগ্রস্ত নন এমন মানুষজনকেই এই বাড়ি উপহার দেওয়ার জন্য বেছে নিয়েছেন ঔরঙ্গাবাদের এই পাইকারি ব্যবসায়ী৷ ইতিমধ্যেই ৪০ জনকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে৷ বাকিদেরও শীঘ্রই বাড়িগুলি চাবি তুলে দেওয়া হবে বলে খবর৷বাবার এই উদ্যোগে খুশি মেয়ে ও জামাই৷

প্রসঙ্গত, অজয় মুন্নতের জামা-কাপড় ও গমের ব্যবসা রয়েছে৷ সূত্রের খবর, বিজেপি বিধায়কের পরামর্শেই এই উদ্যোগ নিয়েছেন এই ব্যবসায়ী৷ তবে নিন্দুকেরা বলছেন মেয়ের বিলাসবহুল বিয়ের তোড়জোড়ে বস্তি পরিস্কার করতেই এই উদ্যোগ নিয়েছেন ওই ব্যবসায়ী৷

The post মেয়ের বিয়েতে গৃহহীনদের বাড়ি উপহার ব্যবসায়ীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement